নেত্রকোণায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে
নেত্রকোণার ধনুনদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে খালিয়াজুরী উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘর তৈরীতে উপজেলা প্রশাসন নিজেই অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন ধরে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অস্বীকার করলেও স্বীকার করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বালু উত্তোলনে নিয়জিত ড্রেজার মালিকরা। আশ্রায়ন প্রকল্প তৈরীতে মাটি ভরাটের জন্য সরকারি ভাবে টাকা বরাদ্দ থাকলেও অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করে মাটি ভরাটের টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে জানান, নাম প্রকাশ না করার শর্তে অনেকেই।
নেত্রকোণার খালিয়াজুরীতে দরিদ্রদের জন্য তৈরী করা হয়েছে ও হচ্ছে আশ্রায়ন প্রকল্পের ঘর। আর এ ঘর তৈরীতে মাটি ভরাটসহ ঘর তৈরীর সকল খরচ বহন করে আসছে সরকার। উপজেলা প্রশাসনের তত্বাবধানে তৈরী হচ্ছে এ সব আশ্রয়ন প্রকল্পের ঘর। বর্তমানে চলমান আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরীতে ধনুনদী থেকে বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত জায়গা। নিয়ম বহির্ভূত ভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আশ্রয়ন প্রকল্পের জায়গা ভরাট করে উপজেলা প্রশাসন সরকারী টাকা আত্মসাৎ করছেন বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয়রা। উপজেলার রসুলপুর, পাঁচহাট ও জগন্নাথ পুরের সামনে থেকে প্রতিদিন খালিয়াজুরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বকর, লেপসিয়া এলাকার আব্দুল কদ্দুস ও নূরালীপুরের আনোয়ার তিনটি বড় বড় ড্রেজার দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞার নির্দেশে বালু উত্তোলন করছেন বলে জানান তারা।
লেপসিয়া এলাকার আবু বকর জানান, আমি সিলেটের ছাতক কাজ করি। খালিয়াজুরীর গুচ্ছ গ্রামে কয়েক দিন যাবৎ বালু উত্তোলন করে দিতেছি। ইউএনও সাহেব এর আগে লেপসিয়া নদী থেকে বালু উত্তোলন করেছেন। আপনাদের সাথে কথা বলাটাও সমস্যা, কারণ আপনারাতো সব কথা রেকর্ড করে রাখেন। কালকে আমরা সবাই একসাথে হয়ে আপনার সাথে কথা বলব। আমাদের ক্ষতি করে আপনার কি লাভ হবে?
নূরালীপুরের আনোয়ার জানায়, সত্য কথা যেটা, আমার একটা নৌকা আছে , কদ্দুস আর আবু বকরেরও আছে। আমরা তিনটি নৌকা দিয়েই বালু উত্তোলন করছি । প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও স্যারের আশ্রয়ন প্রকল্পের জন্য আগে নদী থেকে ১২ থেকে ১৪ লাখ মাটি উত্তোলন করে আশ্রয়ন প্রকল্পের জন্য দিয়েছিলাম। মাঠি ভরাট কমপ্লিট না হওয়ার কারণে আমরা এখন লেপসিয়া সমিরপুর গুচ্ছ গ্রামে মাটি ভরাটের কাজাট করছি। গুচ্ছ গ্রামে মাটি ভরাটের পাশাপাশি আমরা অন্যান্য সরকারি জায়গাতেও বালু দিচ্ছি।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাজীব আহম্মেদ জানায়, গত কিছুদিন আগে বন্যার পানিতে কিছু মাটি সরে যাওয়ায় আমরা এখন ইউএনও সাহেবের নির্দেশে সেই মাটি ভরাট করছি। আমরা যে নদী থেকে বালু উত্তোলন করছি এটা সত্য।
খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা বলেন, নদী থেকে বলু উত্তোলনের বিষয়টা আমার জানা নেই। আমি প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার
বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ
বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার
চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল
সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ
রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’
নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন
সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী
Link Copied