শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে শেকৃবিতে শিক্ষকদের প্রতিবাদ ও মৌন মিছিল
কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের গণহারে গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) নিপীড়ণ বিরোধী শিক্ষক সমাজ।
শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে (১ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১২টায় কৃষি অনুষদের সামনে প্রতিবাদলিপি পাঠ শেষে মৌন মিছিল করেন এ শিক্ষক সমাজ। মৌন মিছিল শেষে উপস্থিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সাক্ষাৎ করেন এবং মামলা ও হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতা করার আহবান জানান।
জানা যায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর থানায় পুলিশের উপর হামলার অভিযোগে গত ২১ জুলাই শেকৃবির ২০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের উপর শিক্ষার্থীদের ইটপাটকেলের আঘাতে ২ পুলিশ কর্মকর্তা রক্তাক্ত ও জখম হন এবং এর পাশাপাশি অনেক সদস্য আহত হন।
তবে এ ঘটনাকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত বলে উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানান নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকার ও প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের আর্থিক ও মানসিক সহযোগিতার জন্য একটি বিশেষ সেল গঠনের কথা বলেন।
প্রতিবাদলিপিতে তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে দেয়ার উপযুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরীর আহবান জানান। সেই সাথে চলমান আন্দোলনে হত্যাকারীদের বিচার চেয়ে শিক্ষকদের সাথে পুলিশের অসাদাচরণের নিন্দা জানান।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল