শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে শেকৃবিতে শিক্ষকদের প্রতিবাদ ও মৌন মিছিল
কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের গণহারে গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) নিপীড়ণ বিরোধী শিক্ষক সমাজ।
শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে (১ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১২টায় কৃষি অনুষদের সামনে প্রতিবাদলিপি পাঠ শেষে মৌন মিছিল করেন এ শিক্ষক সমাজ। মৌন মিছিল শেষে উপস্থিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সাক্ষাৎ করেন এবং মামলা ও হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতা করার আহবান জানান।
জানা যায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর থানায় পুলিশের উপর হামলার অভিযোগে গত ২১ জুলাই শেকৃবির ২০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের উপর শিক্ষার্থীদের ইটপাটকেলের আঘাতে ২ পুলিশ কর্মকর্তা রক্তাক্ত ও জখম হন এবং এর পাশাপাশি অনেক সদস্য আহত হন।
তবে এ ঘটনাকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত বলে উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানান নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকার ও প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের আর্থিক ও মানসিক সহযোগিতার জন্য একটি বিশেষ সেল গঠনের কথা বলেন।
প্রতিবাদলিপিতে তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে দেয়ার উপযুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরীর আহবান জানান। সেই সাথে চলমান আন্দোলনে হত্যাকারীদের বিচার চেয়ে শিক্ষকদের সাথে পুলিশের অসাদাচরণের নিন্দা জানান।
এমএসএম / এমএসএম
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা
মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না
৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর
ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ
জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা