ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

১২ দফা দাবি দিয়ে কর্মবিরতির একদিন পর কাজে যোগ দিল আরএনবি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:২৩

বাংলাদেশ রেলওয়ের ভোলাগঞ্জ সার্কেল প্রত্যহারসহ ১২ দফা দাবিতে  অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়ার একদিন  পর কাজে যোগ দিয়েছে রেলওয়ে  নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যেরা। বুধবার (৭ আগস্ট) বিকেল ৩ টা থেকে কর্মবিরতির ঘোষণা দিয়ে ৮ আগস্ট বিকেল ৪ টায় কর্মস্থলে যোগ দেয়া হয়েছে। 
 আরএনবি সদস্য হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলের সম্পদ যেহেতু জাতীয় সম্পদ আর এগুলোরক্ষা করার দায়িত্ব আমাদেরই । কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিসুহ পুরণের আশ্বাস দিয়েছেন বিধায় আমরা বিষয়টি অমিমাংসিত রেখে মানবিক দায়িত্ব বোধ থেকে কাজে যোদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। দাবি পুরণ না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া পোশাক পড়ছিনা। তবে সিভিল অবস্থায় আমরা আমাদের দায়িত্ব পালন করছি।

 জানা যায়,  ১২ দফা দাবি নিয়ে দুপুরের পর থেকেই তারা আন্দোলনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে নতুন স্টেশনে জমায়েত হতে থাকে। বিকেল ৬ টার দিকে দাবি উত্থাপন করে বক্তব্য প্রদান করেন আন্দোলনের সমন্বয়র আরএনবির সিপাহি মো.সাদ্দাম হোসেন। পরের দিন ৮ আগস্ট বিকেল ৪ টায় সিআরবিতে সমাবেশের মাধ্যমে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ১২ দফা দাবিতে বলা হয়েছে স্থায়ীভাবে ভোলাগঞ্জ সার্কেল অনতি বিলম্বে প্রত্যাহার করে দপ্তরাদেশ জারী করতে হবে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন- ২০১৬ অনুযায়ী কর্মচারী না বাহিনী তা সুনিশ্চিত করতে হবে।  বাহিনী হলে নিয়ম অনুযায়ী রেশন, ঝুঁকিভাতা যাতায়াত ভাতাসহ অন্যান্য সকল সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে।নিয়োগ নীতিমালা সংশোধন করে প্রতিবছর নিয়োগ কার্যক্রম অব্যহত রাখতে হবে এবং ০৩ (তিন) বছর পর পর পদোন্নতি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং বাহিনীর নীতিমালা অনুযায়ী নিজস্ব তত্ত্বাবধানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

রেলওয়ে নিরাত্তা বাহিনী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের ব্যাক্তিবর্গগণ, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক, মহাব্যবস্থাপক এবং সকল সরকারী বাহিনী ও নিজস্ব উর্দ্ধতন কর্মকর্তা ব্যাতিত অন্য কোন সিভিল প্রশাসনের নিয়ন্ত্রনে কোন আদেশ বা প্রটোকল ডিউটিতে নিয়াজিত থাকবে না।
হেডকোয়াটার ব্যাতিত বিশেষ ডিউটিতে বাহিনী নিজস্ব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
 রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন, ২০১৬ মোতাবেক। পূর্বের ন্যায় মামলা রুজু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সার্কেলের ব্যারাক সমূহ সংস্কার এবং সকল মৌলিক চাহিদা পূরণ করতে হবে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সদস্যের ৮ কর্মঘন্টা নির্ধারণ করতে হবে। ৮ ঘন্টার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হলে তার পরিবর্তে অতিরিক্ত কর্মঘন্টার ভাতা প্রদান করতে হবে।অন্যান্য বাহিনীর ন্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বেতন বৈষম্য দূর করতে হবে। বংলাদেশ রেলওয়ে সকল সম্পত্তি রক্ষাণাবেক্ষন এবং রেলওয়ের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সুশৃঙ্খল বাহিনীতে রুপান্তর করতে হবে। সিজিপিওয়াই, পাহাড়তলী কারখানা, পাহাড়তলী স্টোর, সিজিএমওয়াই ইত্যাদি কেপিআইভুক্ত এলাকা সমূহের ক্যারেজ ফিটিং এর কোন মালামালের চার্জ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বুঝে নিবে না। কারণ তারা এই সমস্থ মালামাল সম্পর্কে অবগত নয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী সকল সদস্যের কর্মবিরতি ও দাবী আদায় প্রসঙ্গ নিয়ে কোন প্রকার বিভাগীয় বদলী ও হয়রানী করা যাবে না।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম বলেন, আরএনবি কিছু দাবি তুলে আন্দোলনে নেমেছে। বিষয়টি তাদের প্রধানসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে খোঁজ খবর নিব।  তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করার চেষ্টা করা হবে। কাজের পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকব।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা