ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নওয়াপাড়া আমেনা মহিলা মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগে ছাএীদের মানববন্ধন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ২:৩৫

যশোরের অভয়নগরের নওয়াপাড়া আমেনা মহিলা মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ এনে ছাত্রীরা ও অভিভাবকরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন। গত শনিবার সকাল ৮ টায় ২শতাধিক ছাত্রী ও ১শতাধিক অভিভাবকসহ বিভিন্ন লেখা ব্যানার, ফস্টুন হাতে নিয়ে তিন শিক্ষককের বিরুদ্ধে অপসারনসহ মাদ্রাসার শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন স্লোগানে স্লোগানে এলাকা মুখারিত করে মানববন্ধন কারী শিক্ষার্থীরা, শিক্ষক রবিউল ইসলাম, মোস্তফা ও কারী নজরুল ইসলামক স্থানীয়ভাবে অপসারণ করত হবে। প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহকে অনতিবিলম্বে মাদ্রাসায় তার প্রধান দায়িত্বে আনতে হবে। মাদ্রাসার সাবক বরখাস্তকৃত ১৪জন শিক্ষককে পূনরায় তাদেরকে বহাল করতে হবে। আবাসিক মাদ্রাসায় দেখভালে থাকা খালাম্মাদের চাকিরী থেকে চাকুরি-চুত করা হোক। অসহায় গরীব মেধাবী ছাত্রীদের বেতন কামাতে হবে, খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। ছাত্রীদের এই আন্দোলনের কারণে পরবর্তীতে যেন কান নির্যাতন করা না হয়। সেদিকে সম্পূর্ণ ভাবে খেয়াল রাখতে হবে।যে অভিভাবকদের একাধিক সন্তান মাদ্রাসায় পড়া লেখা করে তাদের মধ্যে অনন্ত একজনকে ফ্রী করতে হবে।এদিকে শিক্ষার্থীরা মানববন্ধন-কালে হাতে লেখা ব্যানার, প্লেকার্ডে ও ফস্টুনে বিভিন্ন ধরনর স্লোগান লিখে মাদ্রাসা প্রাঙ্গণে মিছিল করে। তাদর হাতে লেখা প্লেকার্ড চলে যায় যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে, মোস্তফাকে বের করা মাদ্রাসাকে মুক্ত করা, দফা এক দাবী এক মোস্তফা - রবিউল নেট কাম ব্যাক,দফা এক দাবী এক মাসুম বিল্লাহ কাম ব্যাক। বদলা নয়,বদল চাই,ধংস নয় সষ্টি ফিরিয়ে মোরা আনবই, ছাত্রীদের চেতনা মাদ্রাসা কারোর ব্যাপারে না ইত্যাদি লিখে তারা স্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও সাধারণ জনগণ একাতোতা প্রকাশ করে বলেন, আমরা সন্তানদের মাদ্রাসাতে পাঠায় ইসলামের সঠিক বিধান মন জীবন গড়তে পারি। তবে তাদের সাথে যে সকল শিক্ষকরা অপকর্ম করেছে তাদের কে আইনের আওতায় আনা হোক এবং মাদ্রাসা শৃঙ্খলা বজায় রাখতে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতেই বাংলাদেশ তারা এখন ভালামন্দ সবাই বোঝে। তাদের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না। সাধুদের সাবধান হতেও বলেন অভিভাবক ও সাধারণ মানুষেরা। এসময় শিক্ষার্থীদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব গণি সরদার। জড়িত শিক্ষকদের বরখাস্তর সংবাদের পর ছাত্রীদের আন্দোলন সমাপ্তি হয়। তিনি বলন, ছাত্রীদের সকল দাবি মনে নেওয়া হবে, অভিযুক্ত ৩জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তাদেরকে স্থানীয়রভাবে বহিষ্কার করা হল। প্রাক্তন প্রধান শিক্ষক মাসুম বিল্লাহকে পুনরায় বহাল করা হবে।বাকি অভিযাগ গুলা রোববার সকাল ১০টায় মাদ্রাসার অফিস কক্ষে শিক্ষক, অভিভাবক ও ম্যানজিং কমিটির সঙ্গে বসে যৌক্তিক দাবী গুলা পূরণ করা হবে বলে জানান মাদ্রাসার সভপতি।

এমএসএম / এমএসএম

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

‎সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

‎কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়

সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ