অস্থিতিশীল খুলনার বর্তমান পরিস্থিতি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে বন্ধ ছিলো অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আওয়ামীলীগ সরকার প্রধান পদত্যাগ করলে দেশের সব সেক্টরের ব্যবস্থাপনায় চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ে। খুলনার অফিস-আদালত পাড়ার অবস্থাও একই। অস্থিতিশীল পরিবেশে বন্ধ ছিলো সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে রবিবার থেকে ধীরে ধীরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। কর্মক্ষেত্রের সকল কাজ গুছিয়ে অফিস-আদালত শুরু করছেন কর্মকর্তারা। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও পাঠদান কার্যক্রম ফুল দমে শুরু হয়ে পারেনি। এদিকে খুলনার চারটি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। নৌবাহিনী এবং সেনাবাহিনীর নিরাপত্তায় থানার কার্যক্রম শুরু হয়েছে। তবে নগরবাসী আইনশৃঙ্খলা নিয়ে খুবই শঙ্কিত। নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা প্রথম দিকে মাঠে থাকলেও তাদের ভিতর কিশোর গ্যাং, ছিনতাইকারীরা শিক্ষার্থী বেশে ঢুকে পড়েছে। যা একরকম হুমকি সরুপ। সাথে সাথে দেখা যায়, খুলনার বাজারে শাক-সবজির দাম বেড়েছে। তবে কমেছে মাংসের দাম। গত দুই দিনে নগরীর প্রধান সড়ক গুলো ঘুরে দেখা যা, শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করছেন। যানজট নিরসনে কাজ করছেন। অন্যদিকে, পাড়া মহল্লার দিকে তাকালে দেখা যায় লাঠি-রড হাতে একদল কিশোর দাঁড়িয়ে। বাবু খান রোডের নিবাসী আফজাল শেখ বলেন, দেশের এই সময়ে শিক্ষার্থীরা যতটা সম্ভব কাজ করছে। কিন্তু সুযোগ পেয়ে কিশোর গ্যাং গ্রুপ গুলো সক্রিয় হয়ে উঠেছে। শিক্ষার্থী পরিচয় দিয়ে করছে অরাজকতা। এগুলো নজর রেখে সকলকে নিয়ে রুখে দাঁড়াতে হবে। নিউ মার্কেট এলাকার বাসিন্দা আকরাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করি। এ এলাকায় কোনদিন ডাকাতি হয়নি। এখন সুযোগ পেয়ে যে যা পারছে তা করছে। বাইরে থেকে এসে ডাকাতি করছে। ডাকাতের ভয়ে মানুষ ঘুমাতে পারছেন না। কুয়েট: খুলে দেওয়া হয়েছে আবাসিক হলগুলো। শিক্ষার্থীরা হলগুলোতে আসতে শুরু করেছে। কর্মকর্তা কর্মচারীরা অফিস শুরু করেছেন। ছুটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশ্ববিদ্যালয় খোলার পর থেকে অফিসে আসেননি প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়া। ভিসি এবং প্রো-ভিসির অবর্তমানে বিশ্ববিদ্যালয়ের এক্টিং ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। স্বাস্থ্য সেবা কেন্দ্র: সরকারীভাবে পরিচালিত চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতাল গুলো তাদের সেবা অব্যাহত রেখেছে। চিকিৎসকরা তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। ওষুধের দোকান গুলো খোলা থাকছে সব জায়গায়। বাজার পরিস্থিতি: খুলনার বাজারে শাকসবজি মাছের দাম অনেক বেড়েছে। তবে মাংসের দাম লাগামের মধ্যে রয়েছে। গরুর গোশ- মুরগীর গোশের দাম ন্যায্য মূল্য তালিকায় রয়েছে। বাজার করতে আসা আবুল খায়ের বলেন, শাক-সবজির দাম মাঝে একটু কম ছিলো আবার বৃদ্ধি পেয়েছে। তবে কমতে শুরু করতে পারে বলে তিনি আশা করেন। সরকারি অফিস: খুলনায় অবস্থিত সরকারি গুরুত্বপূর্ন সকল দপ্তরের কার্যক্রম রবিবার থেকে শুরু হয়েছে। মানুষের ভিতরে কর্মস্পৃহা দেখা যায়। তবে সকলের একটাই প্রশ্ন নিরাপত্তা নিয়ে। খুলনা সিটি কর্পোরেশন এবং কাউন্সিলর অফিস: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র অফিস করেননি। বেতন হয়নি কর্মকর্তা-কর্মচারীদের। অন্যদিকে খুলনার ৩১টি কাউন্সিলর অফিসে খোঁজ নিয়ে শুধুমাত্র ২৩ নং ওয়ার্ডের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়। খুলনা জেলা পরিষদ: খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় মুখ থুবরে পড়ে আছে খুলনা জেলা পরিষদের কার্যক্রম। আন্দোলনের সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় খুলনা জেলা পরিষদের। তবে তা পরিস্কার-পরিচ্ছন্ন করছেন লোকজন। খুলনার থানাগুলো: সেনাবাহিনী এবং নৌবাহিনীর নিরাপত্তায় কার্যক্রম শুরু করেছেন। পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছেন। ধীরে ধীরে এ সমস্যা দূর হবে বলে আশা করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমশিনার। নাগরিক নেতারা বলছেন, একটি চড়াই-উতরাই আমরা দেখলাম। আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিবেশ ধীরে ধীরে শান্ত হচ্ছে। খুলনার অবস্থা স্বাভাবিক। সচেতন নাগরিকরা রাতে এলাকা মহল্লা পাহাড়া দিচ্ছেন। আর কিশোর গ্যাং সমস্যা খুলনায় বহু আগে থেকে। এখন তা সরেজমিনে বেড়েছে। তবে আইনশৃঙ্খলা ঠিক হলে এসকল সমস্যা দমন হবে।
এমএসএম / এমএসএম

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে ওসি‘র মতবিনিময়

শ্রীপুরে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

নারী নিপীড়ন ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

ঘোড়াঘাটে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ শ্রমিকের তিন দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আ.লীগ নেতাকর্মী সাথে কোন আঁতাত সহ্য করা হবে না: এস এম মামুন মিয়া

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

কাপ্তাই বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ৩টি ট্রান্সমিটার চুরি, থানায় অভিযোগ

র্যাবের অভিযানে চোরাই গরু উদ্ধার "চার চোর আটক

বেসিকোর ব্যবস্থাপক জুলফিকার আলীর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
