ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে:দীপ্তি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৪:৫৫

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচারে গুলিতে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরামসহ বৈষম্য বিরোধী আন্দোলনে নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি। ৫৩ বছর পর আবার ২য় বার দেশ স্বাধীন হয়েছে। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র-জনতার বিজয়কে নিয়ে এখন নানান রকম ষড়যন্ত্র চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীন মাতৃভূমির বিনির্মাণে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঈমানি দায়িত্ব পালন করতে হবে। আমরা যেমন মানুষ সংখ্যালঘুরাও মানুষ। তাদের নিয়ে একটি শ্রেণী খেলছে সেই খেলায় সংখ্যালঘু ভাইদের পা না দেয়ার আহবান জানাচ্ছি। আমরা সবাই বাংলাদেশী। আমরা বাংলাদেশকে গড়তে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সংকল্পবদ্ধ হই। নতুবা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে।
 রবিবার (১১ আগষ্ট) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামে প্রথম শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরামের নামে  চট্টগ্রামের ফয়'স লেক এলাকায় একটি স্কুল উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা টাকার অভাবে পড়তে পারবে না এটা মেনে নেয়া যায় না। তাই ফয়স লেকে চট্টগ্রামের ১ম শহীদ ওয়াসিমের নামে একটি স্কুল উদ্বোধন করে তার ঋণ কিছুটা হলেও শোধ করার চেষ্টা মাত্র। এই স্কুল উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতামূলক কার্যক্রমের ফলে এখান থেকে তৈরি হতে পারে জাতির আদর্শ নেতৃত্ব। এই নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করে আজকে স্বাধীনতা যুদ্ধে শহীদ যোদ্ধা ওয়াসিমকে স্মরণ করে এই স্কুল উদ্বোধন হয়েছে।  আমরা মনে করি শহীদ ওয়াসিমসহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদরা আমাদের পরবর্তী প্রজন্মকে এটি লড়াইয়ের অনুপ্রেরণা যোগাবে এবং সত্যের পক্ষে লড়তে মানুষকে উজ্জীবিত করবে।

আমরা বিগত ১৫ বছর যাবত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। শহীদদের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

শহীদ ওয়াসিম আকরাম স্কুলের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মাঈনু, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সহ সভাপতি মিয়া মো হারুন, আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এন আই চৌধুরী মাসুম, খুলশী থানা যুবদলের আহবায়ক মো. হেলাল হোসেন, নগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহ জালাল পলাশ, আহাদ আলী সায়েম, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুল হাই, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পী, নুর নবী মহররম, স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো. হিমেল, নগর যুবদলের সদস্য আবদুল করিম, সাখাওয়াত কবির সুমন, ছাত্রদলের সদস্য আব্বাস রিপন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান আলম, রাজিব আকন্দ, ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, আসলাম আজমী হিমু, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহ্বায়ক মো. কাসেম, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরমান শুভ, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, এইচ এম অভিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত