ঘোড়াঘাটে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের টহল
দিনাজপুরের ঘোড়াঘাটে আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলার ধর্মীয় উপাসনালয়, বাজার ও গ্রাম গুলোতে টহল দিয়েছেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টাকা থেকে ঘোড়াঘাট থানা পুলিশের উদ্যোগে থানা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন বাজার, ধর্মীয় উপাসনালয়, গ্রাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও টহল দেওয়া হয়।
থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় থানা এলাকায় নাগরিক নিরাপত্তা জন্য পুলিশ কার্যক্রম শুরু করেছে। এলাকার আইন-শৃঙ্খলা পুনস্থাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে যৌথ টহল প্রদানের মাধ্যমে চুরি, ডাকাতি ও ছিনতাই বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি নিরসনে কাজ করে যাচ্ছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় এই টহল দেওয়া হয়েছে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমাদের সকল পুলিশ সদস্য থানায় উপস্থিত রয়েছে। আমাদের অপারেশনাল এবং নন অপারেশনাল সকল ধরনের কার্যক্রম চালু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় এবং পরিবেশ ভালো রাখতে সর্বোচ্চ সচেষ্ট থাকব এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করেছি। আমরা আপনাদের পাশে আছি এবং আইনশৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এ সময় ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশন (ভূমি) আব্দুল আল- মামুন কাওসার শেখ, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মনজুরুল ইসলাম সহ সেনবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম