ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ৩:৩২

রাজধানীর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আমিরুল ইসলাম (পলাশ) এর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা কার্যক্রম। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ ঘটিকার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলে প্রতিষ্ঠানটির কয়েকশ' শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি কলেজের ভেতরের সড়ক কয়েকবার প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীরা কলেজের সামনে প্রিন্সিপাল আবুল কাসেম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ' দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ', 'যেই শিক্ষক পাথর আনে, সেই শিক্ষক চাই না চাই না', 'যেই শিক্ষক বোতল আনে সেই শিক্ষক চাই না চাই না',। 

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে মিরপুর হতে টেকনিক্যালমুখী সড়কের যান চালচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর রোড ও আবুল কাসেম সড়কে দেখা দেয় তীব্র যানজট। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন চলাকালে আন্দোলন দমনে দুইটি পিকাপে করে ২ টন পাথর আনা হয় অধ্যক্ষের পরামর্শে। এরপর সেই পাথর প্লাস্টিকের বস্তায় ভরে কলেজের ৭ ও ৮ নম্বর ভবনের ছাঁদের উপরে তুলে রাখা হয়৷ সাথে কোল্ড ড্রিংকসের কয়েক কেস কাচের বোতলও রাখা হয় ছাঁদের উপরে। পরিকল্পনা ছিল, বাঙলা কলেজে বা কলেজের সামনে দিয়ে  আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে গেলে ছাঁদের উপর থেকে এগুলো নিক্ষেপ করবে ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাধ্যক্ষসহ কলেজের অন্যন্ন শিক্ষকরা বাঁধা দিলেও তাতে কর্ণপাত করেননি অধ্যক্ষ। নিজেকে ছাত্রলীগের ক্যাডার দাবি করে বাঁধাদানকারী শিক্ষকদের অন্যত্র বদলীর হুমকি দেন অধ্যক্ষ। 

শেখ হাসিনার পদত্যাগের পরে শিক্ষার্থীরা ৭ ও ৮ নম্বর ভবনের ছাঁদে গিয়ে এসব পাথর ও কাচের বোতল দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা