বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আমিরুল ইসলাম (পলাশ) এর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা কার্যক্রম।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ ঘটিকার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলে প্রতিষ্ঠানটির কয়েকশ' শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি কলেজের ভেতরের সড়ক কয়েকবার প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীরা কলেজের সামনে প্রিন্সিপাল আবুল কাসেম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ' দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ', 'যেই শিক্ষক পাথর আনে, সেই শিক্ষক চাই না চাই না', 'যেই শিক্ষক বোতল আনে সেই শিক্ষক চাই না চাই না',।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে মিরপুর হতে টেকনিক্যালমুখী সড়কের যান চালচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর রোড ও আবুল কাসেম সড়কে দেখা দেয় তীব্র যানজট। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন চলাকালে আন্দোলন দমনে দুইটি পিকাপে করে ২ টন পাথর আনা হয় অধ্যক্ষের পরামর্শে। এরপর সেই পাথর প্লাস্টিকের বস্তায় ভরে কলেজের ৭ ও ৮ নম্বর ভবনের ছাঁদের উপরে তুলে রাখা হয়৷ সাথে কোল্ড ড্রিংকসের কয়েক কেস কাচের বোতলও রাখা হয় ছাঁদের উপরে। পরিকল্পনা ছিল, বাঙলা কলেজে বা কলেজের সামনে দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে গেলে ছাঁদের উপর থেকে এগুলো নিক্ষেপ করবে ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাধ্যক্ষসহ কলেজের অন্যন্ন শিক্ষকরা বাঁধা দিলেও তাতে কর্ণপাত করেননি অধ্যক্ষ। নিজেকে ছাত্রলীগের ক্যাডার দাবি করে বাঁধাদানকারী শিক্ষকদের অন্যত্র বদলীর হুমকি দেন অধ্যক্ষ।
শেখ হাসিনার পদত্যাগের পরে শিক্ষার্থীরা ৭ ও ৮ নম্বর ভবনের ছাঁদে গিয়ে এসব পাথর ও কাচের বোতল দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের
