ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

শেখ হাসিনার বিচারের দাবিতে কর্ণফুলী উপজেলা যুবদলের বিক্ষোভ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৪-৮-২০২৪ বিকাল ৫:৩৪

বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাংবাদিক সাগর-রুনি, রাজনীতিবিদ ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করার সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে কর্ণফুলী উপজেলা যুবদল।

(১৪ আগষ্ট) বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকা  থেকে উপজেলা যুবদলের আহবায়ক মো: নুরুল ইসলাম মেম্বার ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়, মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে কলেজবাজার দলীয় কার্যলয়ে সামনে এসে বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়। 

এসময় উপজেলা যুবদলের আহবায়ক মো: নুরুল ইসলাম মেম্বার বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। স্বৈরাচারী খুনি হাসিনার বিচার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। দেশের বাইরে ও দেশের ভেতর পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসী খুনিদের দ্রুত আটক করতে হবে। আমরা এসব হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। কোন হাইব্রিড সুবিধাবাদী সন্ত্রাসী যেন দলে ঢুকতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি করেন সাবেক এই ছাত্রনেতা।

দলের শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষায় দখল, চাঁদাবাজি কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না। দলের ভেতর ঘাপটি মেরে থেকে কেউ অপকর্ম করলে তার দায় দল বহন করবে না। তাকে সন্ত্রাসী হিসাবে গণ্য করা হবে। প্রয়োজনে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করতে উপরমহলের নেতাদের অবহিত করা হবে। কর্ণফুলীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবদল বদ্ধপরিকর।

এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার পাশাপাশি নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বানও করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন,যুবদল নেতা মো শওকত আলী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকাবাল হোসেন, আবুল বশর, মো ইকবাল, এস এম রিদুয়ান, সাহাজান জুয়েল,মো ইয়াছিন, আব্দুল মজিদ সহ উপজেলা  ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা