ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মেসির অভিষেকের আগেই ফরাসি লিগে হাঙ্গামা!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১০:৪২

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির অভিষেকের আগেই এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেল ফরাসি লিগে। দর্শক হাঙ্গামায় মাঝপথেই পরিত্যক্ত হলো লিগ ওয়ানের নিস বনাম অলিম্পিক মার্সেইয়ের ম্যাচটি।

গত রোববার রাতে খেলা ছিল নিসের ঘরের মাঠ অ্যালায়েঞ্জ রিভেইরায়। ম্যাচের প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয় নির্বিঘ্নেই। ৪৯ মিনিটের মাথায় ডলবার্গের গোলে ১-০তে এগিয়ে যায় হোম টিম নিস। তবে ম্যাচের ৭৪ মিনিটের মাথায় মার্সেইয়ের একটি কর্ণারের সময় শুরু হয় গোলমাল।

হোম টিমের সমর্থকরা আচমকাই মাঠে পানির বোতল ছুঁড়তে শুরু করেন। কর্ণার কিক নিতে যাওয়া পায়েতের পিঠে সজোরে এসে আঘাত হানে একটি কোমল পানীয়ের বোতল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ফুটবলাররা। তবে তার পরেই ফুটবলাররাও বোতল কুড়িয়ে পালটা দর্শকদের দিকে ছুঁড়তে থাকেন।

এরপরেই গ্যালারি থেকে দর্শকদের মাঠে নেমে তাণ্ডব চালাতে দেখা যায়। বেশ কয়েকজন ফুটবলার ঘটনায় আহত হয়েছেন বলেও খবর। সোশ্যাল মিডিয়ার কয়েকটি ভিডিওতে ফুটবলারদের আহত হওয়ার ছবি ধরা পড়ে। পরিস্থিতি শান্ত হলেও মার্সেইয়ের ফুটবলাররা পুন:রায় মাঠে নামতে অস্বীকার করেন। ফলে ম্যাচটি বাতিল করতে হয়।

ম্যাচ ভেস্তে যাওয়ার পর মার্সেই প্রেসিডেন্ট পাবলো লঙ্গারিয়া বলেন, ‘লিগ কর্তৃপক্ষ ম্যাচ পুন:রায় শুরু করার সিদ্ধান্ত নেয়। তবে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনও নিশ্চয়তা দেয়া হয়নি। আমরা খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থেই মাঠে না নামার সিদ্ধান্ত নিই। রেফারিও আমাদের সঙ্গে একমত হন। তিনিও জানান, ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত নয়। এটা দুর্ভাগ্যজনক। তাই আমরা মাঠে না নেমে মার্সেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।’

প্রীতি / প্রীতি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?