শক্তিশালী হতে চায় জাতীয় পার্টি

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা। দীর্ঘদিন ছাত্রদের বিক্ষোভ চলে। পরবর্তীতে রাজনৈতিক দল গুলো ছাত্রদের আন্দোলনের পক্ষ নিলে ছাত্র-জনতার বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি বিবেচনায় পদত্যাগ করেন শেখ হাসিনা। সারাদেশে অরাজকতাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। বর্তমানে আপাদত রাজনৈতিক দল গুলোর ওপর নেই কোন চাপ। এ সুযোগকে কাজে লাগিয়ে আগামী তিন মাসের মধ্যে দলকে ঢেলে সাজিয়ে নিতে চান জাতীয় পার্টি। এ নিয়ে গত বুধবার শীর্ষ নেতারা বৈঠক করেন এবং পরবর্তীতে জেলা পর্যায়ের নেতারা বৈঠক করেন। এদিকে, সামনের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিজেদের অবস্থান জানাবে। এজন্য তিন মাস সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দলটি। অন্যদিকে, জাতীয় পার্টির সহযোগি সংগঠনগুলো পুরো ভঙ্গুর অবস্থায় রয়েছে। যার মধ্যে রয়েছে জাতীয় ছাত্র সমাজ, জাতীয় কৃষক পার্টি ও জাতীয় শ্রমিক পার্টি। এ সহযোগি সংগঠনগুলোকে চাঙ্গা করতেও নির্দেশনা দেয়া হয়। বৈঠকে মূলত চারটি বিষয়ে বেশি আলোচনা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এগুলো হলো দলের সাংগঠনিক দুর্বলতা, বিগত নির্বাচনে অংশ নেওয়া, ভবিষ্যৎ রাজনীতিতে জাতীয় পার্টি আওয়ামী লীগ নাকি বিএনপির প্রতি সমর্থন দেবে এবং বর্তমান সরকারের প্রতি দলের অবস্থান। তবে বর্তমানে সাংগঠনিক দুর্বলতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আপাদত সাংগঠনিক দুর্বলতাকে দূর করে শক্তিশালী হতে চায় জাতীয় পার্টি। বিভাগীয় শহরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির অফিসগুলো আগের থেকে চাঙ্গা হয়েছে। কর্মীশূন্য অফিস থাকলেও বর্তমানে কর্মী বাড়ছে দলটির। জাতীয় পার্টির বিভাগীয় পর্যায়ের নেতারা কর্মী সংকটে ভুগছিলেন দীর্ঘদিন। এখন কর্মী বাড়াতে নিয়মিত আলোচনা সভা, মিটিং এবং তৃনমূল নেতাদের সাথে সাক্ষাৎ করছেন মধ্যম সারির নেতারা। সাংগঠনিক কাঠামোকে তুলে ধরছেন সকলের সামনে। দলীয় অফিসগুলো ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছেন নেতারা। জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক অবস্থা: ছাত্র কেন্দ্রিক জনপ্রিয়তা তৈরী করতে না পারায় পুরো ভঙ্গুর অবস্থায় রয়েছে জাতীয় পার্টির সহযোগি সংগঠন জাতীয় ছাত্র সমাজ। তৃনমূল পর্যায়ে নেই কোন কার্যকারিতা। ছাত্র বান্ধব কোন নির্দেশনা না থাকায় খারাপ অবস্থায় রয়েছে সংগঠনটি। কমিটি নেই অধিকাংশ জায়গায়। তবে অনেকেই মনে করছেন এ পরিবর্তনের সাথে সাথে উচিত ছাত্র সমাজকে জনপ্রিয় করে তোলা। শীর্ষ নেতাদের সাথে কথা বলছেন বিভাগীয় নেতারা। দিক নির্দেশনা নিয়ে কাজ করবে তৃনমূল নেতাকর্মীরা, এমনটাই বিভিন্ন আলোচনা সভায় উপস্থাপন করা হয়। জাতীয় কৃষক পার্টির সাংগঠনিক অবস্থা: জাতীয় কৃষক পার্টি পুরোটাই নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। নেই কোন কার্যকরী কমিটি। এ সংগঠনকে দলীয় অনুষ্ঠানে কোন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করতে দেখা যায় না । একজন শীর্ষ নেতা বলেন, আমাদের প্রতিক লাঙ্গল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ কৃষকদের জীবন মান উন্নয়ন নিয়ে কাজ করতে চেয়েছিলেন। তার লক্ষ্য নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। এজন্য এ সংগঠনকে তিনি তৈরী করেছিলেন। কিন্তু কালক্রমে সঠিক নির্দেশনার অভাবে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে জাতীয় কৃষক পার্টি। তবে সহযোগি সংগঠনগুলোকে ফের চাঙ্গা করে তোলা হবে বলে তিনি জানান। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার জানান, আমরা মানুষের প্রতিনিধি হিসেবে ছিলাম, আছি, থাকব। মানুষের জন্য রাজনীতি করি। বর্তমানে আমরা সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী ভূমিকা রাখার চেষ্টা করব। জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক অবস্থা: জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক অবস্থা তুলনামূলক ভালো রয়েছে। বিভিন্ন জেলা শহরে রয়েছে কমিটি। তবে দীর্ঘদিন দলীয় দিক নির্দেশনা না থাকায় ঝিমিয়ে পড়েছিলো দলটি। বর্তমানে শ্রমকি পার্টি বিভিন্ন জায়গায় কর্মী বাড়াতে কর্মসূচি পাল করছে বলে খোঁজ নিয়ে জানা যায়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নতুন ও যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দল পরিচালনা করতে হয়। আমরা সেই ধারা থেকে বিচ্যুৎ হইনি। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আগামী সংসদ নির্বাচনে আমরা অংশ নেব। গত বুধবারের বৈঠকে জি এম কাদের জানান, এখনই বিএনপি বা আওয়ামী লীগ কোনো দলের রাজনৈতিক মিত্র হতে চান না তারা। অন্তত আগামী তিন মাস পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে চায় দলটি। সেই সাথে সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, এখন জাপার ওপর কোনো চাপ নেই। বাধাও নেই। তাই দল গোছানোর উপযুক্ত সময় এখন। আমাদের সবাইকে মাঠে নেমে দল গোছাতে হবে। যার যার অবস্থান থেকে কাজে নামার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনের আগে আমরা দলকে সারা দেশে শক্তিশালী করতে পারলে ফল ভালো হবে।
এমএসএম / এমএসএম

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে ওসি‘র মতবিনিময়

শ্রীপুরে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

নারী নিপীড়ন ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

ঘোড়াঘাটে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ শ্রমিকের তিন দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আ.লীগ নেতাকর্মী সাথে কোন আঁতাত সহ্য করা হবে না: এস এম মামুন মিয়া

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

কাপ্তাই বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ৩টি ট্রান্সমিটার চুরি, থানায় অভিযোগ

র্যাবের অভিযানে চোরাই গরু উদ্ধার "চার চোর আটক

বেসিকোর ব্যবস্থাপক জুলফিকার আলীর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
