ঢাকা বৃহষ্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সাতক্ষীরা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর

দুর্নীতির যাদুকর হাশেম আলী


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-৮-২০২৪ বিকাল ৫:৪১

সাতক্ষীরা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রন এবং বিভিন্ন অনিয়মের একাধিক অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতার দাপটে এক জেলাতেই রয়েছেন প্রায় আট বছর। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করেন না। নাম তার শেখ মো. হাশেম আলী। আওয়ামীলীগ সরকারের আমলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ভিতরে থাকা বঙ্গবন্ধু পরিষদের খুলনা বিভাগের সক্রিয় সদস্য তিনি। এ পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক পদ লাভ করে নেতৃত্ব দিয়েছেন অবৈধ কারবার এবং দুর্নীতিতে। বদলী বানিজ্য, কমিশন বানিজ্য এবং খুলনা বিভাগের মাদক চোরাচালানের অর্থ ভাগবাটোয়ারা হাশেম আলীর সিন্ডিকেটের মাধ্যমেই হয়। 
তথ্য সূত্রে দেখা যায়, গত কয়েক বছরে শেখ মো. হাশেম আলী কোটি টাকার সম্পত্তি গড়েছেন। নামে-বেনামে গড়েছেন অঢেল সম্পত্তি। যার ইনকাম ট্যাক্সের  বৈধতা দেখাতে করেছেন ট্রেড লাইসেন্স। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে হালিমা ডেইরি ফার্ম এবং হালিমা পোল্ট্রি ফার্ম নামে করেছেন দুটি ট্রেড লাইসেন্স। কিন্তু সরেজমিনে এমন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অস্তিত্ব বাস্তবে পাওয়া যায়নি। অর্থ সম্পত্তি গড়েছেন নিজের নামে , স্ত্রীর নামে এবং ভাইদের নামে। 
বিভিন্ন জেলায় নিজ সিন্ডিকেট নিয়ন্ত্রন: এএসআই নুরুজ্জামানের মাধ্যমে মাগুরা , যশোর, খুলনা , ঝিনাইদহ এবং সাতক্ষীরা জেলা নিয়ন্ত্রন করেন হাশেম আলী। খুলনা বিভাগকে নিয়ন্ত্রন করতে নুরুজ্জামানের কর্মস্থল মাগুরা জেলায় হলেও তাকে খুলনা বিভাগীয় মাদক নিয়ন্ত্রনের দপ্তরে বসিয়েছেন হাশেম আলী। ঢাকার প্রধান কার্যালয় থেকে প্রেরিত সকল খবর নুরুজ্জামানের মাধ্যমে পান হাশেম আলী। হাশেম আলীর ভয়ে কয়েকটি জেলার কর্মকর্তারই আতঙ্কিত থাকেন। মাদকের বড় চোরাচালান কোন দপ্তর ধরলেও হাশেমের কথায় ছেড়ে দিতে হতো। কেউ না শুনলে তাকে বদলী হয়ে অন্যত্র চলে যেতে হতো। হাশেম আলীর চোখে কেউ খারাপ হলেই তাকে হয়রানির শিকার হতে হয়। আর অন্যান্য জেলার ফিল্ডের অবৈধ টাকা কালেকশনের ভাগ নুরুজ্জামানের মাধ্যমেই হাশেম আলী পান। 
মাদক কারবারের সাথে সংশ্লিষ্টতা: সাতক্ষীরা জেলায় হাশেমের ইশারায় চলে মাদক ব্যবসা। ফেনসিডিল, ইয়াবা এবং ট্যাপেন্ডাল ট্যাবলেটের অবৈধ ব্যবসার অদৃশ্যমান নিয়ন্ত্রক হাশেম আলী। হাশেম আলী নিজেই শেল্টার দেন মাদক ব্যবসায়ীদের। মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে অনেক টাকা উপার্জন করেছেন। যা দিয়েই গড়েছেন অঢেল সম্পত্তি। 
দাপ্তরিক সিন্ডিকেট: হাশেম আলীর ক্যাশিয়ার সাতক্ষীরা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই বিজয় কুমার মজুমদার। সাড়ে ৮ বছর ধরে একই দপ্তরে বিজয় কুমার মজুমদার কর্মরত। টাকা চুরির অপরাধে বিভাগীয় মামলায় দন্ড প্রাপ্ত হয়েছেন বিজয় কুমার মজুমদার। কিন্তু হাশেম আলীর আস্থাভাজন হওয়াতে তাকে অন্যত্র বদলী করতে পারেনি উর্ধতন কর্তৃপক্ষ। হাশেম আলীর জমি-জমা নিয়ন্ত্রন এবং ফিল্ডের সিন্ডিকেটের খবর আদান প্রদান করেন এই বিজয় কুমার মজুমদার।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, শেখ মো. হাশেম আলী একজন রাঘব বোয়াল কর্মকর্তা। এক সাতক্ষীরা জেলাতেই তিনি দীর্ঘ প্রায় ৮ বছর ধরে রয়েছেন । তাকে বদলী করলেও ৪-৫ মাস না জেতেই সাতক্ষীরায় ফিরে আসেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে কখনো অভিযোগ দিয়ে লাভ হতো না। উল্টো অভিযোগকারীর ব্যাপারে জানতে পারলে তার জীবন উলট-পালট হয়ে যেতো হাশেম সাহেবের ইশারায়। এ কারনে তার বিরুদ্ধে মুখ খুলতে কেউ চান না। প্রশের জবাবে তিনি আরো বলেন, উর্ধতন কর্তৃপক্ষের লোকজনই বঙ্গবন্ধু পরিষদের ভয়ে আতংকে থাকেন। আর সে পরিষদের হর্তাকর্তা হাশেম আলী। মন্ত্রনালয় দিয়েই এ পরিষদের সিন্ডিকেট চলতো। অন্য কর্মকর্তারা তো মামুলি বিষয় তাদের কাছে। তিনি বলেন, দেখুন এমন অনিয়ম এবং দুর্নীতি সারাদেশ জুড়ে হয়েছে। তবে হাশেম আলী নিজেই চার-পাঁচটা জেলার মাদক ব্যবসার সিন্ডিকেট চালিয়ে গেছেন। দপ্তরের কেউ তার পথের কাটা হলে হাশেম সাহেব ঢাকায় গেলেই সব ঠিক হয়ে যেতো। এমনকি বদলী বানিজ্যের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এখন দেখা যাক তার এসব কুকর্মের কতটা দৃষ্টান্ত মূলক শাস্তি হয়!
শেখ মো. হাশেম আলীর সাথে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। সম্পত্তি এবং ট্রেড লাইসেন্স এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতি তিনি নেননি। আর আত্মীয় স্বজনের টাকা তার কাছে ছিলো। অন্যান্য অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি দেখা করে কথা বলবেন বলে জানান।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে ওসি‘র মতবিনিময়

শ্রীপুরে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

নারী নিপীড়ন ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

ঘোড়াঘাটে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ শ্রমিকের তিন দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আ.লীগ নেতাকর্মী সাথে কোন আঁতাত সহ্য করা হবে না: এস এম মামুন মিয়া

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

কাপ্তাই বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ৩টি ট্রান্সমিটার চুরি, থানায় অভিযোগ

র‌্যাবের অভিযানে চোরাই গরু উদ্ধার "চার চোর আটক

বেসিকোর ব্যবস্থাপক জুলফিকার আলীর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সংবাদ সম্মেলন