ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আওয়ামী দুঃশাসনে মানুষ স্বাধীনতার সুফল পায়নি-হামিদুর রহমান আযাদ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ৪:৩৬

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সাংসদ এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, বিগত আওয়ামী দুঃশাসন আমলে দীর্ঘ বারো-তেরো বছর নিজের বাড়িতে ঘুমাতে পারেননি। পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী। মানুষ ব্যবসা করতে পারেনি। কথা বলতে পারেনি। মুরব্বিদের সাৃমনে ছোটো ছোটো বাচ্চারা দলীয় মাস্তান সেজে আঙুল তুলে কথা বলেছে। বাংলার মানুষ লুটপাট,গুম,খুন ও আয়নাঘরের মতো দুঃশাসনে আর ফিরে যাবে না। শরীরে একবিন্দু পরিমাণ রক্ত থাকতে আওয়ামী দুঃশাসনের সাথে আপোষ হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 

আওয়ামী সরকারের দুঃশাসনে বাংলাদেশ সত্যিকার অর্থে পরাধীন ছিল। একাত্তরের স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি মানুষ। স্বাধীনতার অর্থ ছিল গনতন্ত্র। বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে। কিন্তু তারা করেছে লুটপাট, দুর্নীতি, গুম ও খুন।

নিরীহদের কোনভাবে হয়রানি করা হবে না। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কাউকে  ছাড় দেয়া হবে না। দুর্বৃত্ত ও দুর্নীতিবাজের কোন দল নাই। সন্ত্রাসীরা কোন দলের হতে পারে না। যারা রাজনীতির নামে দুর্নীতি করে,লুটপাট করে, সন্ত্রাস করে, জনগণের অধিকার হরন করে, ভোটাধিকার কেড়ে নেয়, কথা বলার অধিকার কেড়ে নেয় তারা জনগণের বন্ধু নয়,শত্রু।

বিগত আওয়ামী সরকারের  দুঃশাসনে বিভিন্ন মামলা,হামলা ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৩ সালে কুতুবদিয়া ধুরুং বাজারে তিন নিরীহ মানুষকে সরাসরি হত্যা করে সেই হত্যা মামলায় নিহত তিনজকে আসামি করে পুলিশ। ফোনে তাদের পরিবারের সাথে কথা বলেছিলামম। কিন্তু পুলিশী বাধার কারনে নিহতদের দেখতে আসতে পারিনি। সেই অপরাধের সাথে জড়িত প্রত্যেকজনকে বিচারের আওতায় আনা হবে। দীর্ঘ একযুগ পর নিজ জন্মস্থান কুতুবদিয়া সফরকালে বিভিন্ন পথসভায় ন্যায় এসব কথা বলেন তিনি। 

ছাত্র জনতার বৈষম্য বিরোধী  গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পলায়ন করেছে। হতাহ হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। হাত-পা ও চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে অনেক শিক্ষার্থী। আন্দোলনে নিহতদের শহীদের মর্যাদা ও আহতদের সুস্থতা কামনা করেনন। বন্যার্তদের সাহায্যে সকল সাধ্যমত এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

পথসভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে ঘটে। সকলের সাথে কুশল বিনিময় করেন তিনি। সকল বেধা বেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ প্রত্যাশা করেন। 

উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহারিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে৷ আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামশুল আলম বাহাদুর সহ অন্যান্য নেতৃবৃন্দরা

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত