ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বাঁশখালীতে আওয়ামী নেতার হুমকিতে আতংকে অসহায় পরিবার


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ৪:৪০

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী পূর্ব চাম্বল ৭ নং ওয়ার্ড এলাকায় আওয়ামী নেতার হুমকিতে আতংকে দিনাতিপাত করছে মৌলানা আবুল হাশেম নামে এক ভুক্তভোগী পরিবার।

রোববার (২৫আগস্ট) বিকেলে ভুক্তভোগী পরিবারের মৌঃ আবুল হাশেম, আব্দুল আজিজ, আব্দুল মতলব, রুহুল কাদের,শফিউল কাদের,ফজলুল কাদের ওসমানসহ বেশ কয়েকজন সদস্যরা অভিযোগ করে বলেন, বিএস ৫ নং সিটের বিএফ -৪৩৩ এর আওতাধীন সরকারি জায়গাতে বাপ-দাদার আমল থেকেই শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি, কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে চাম্বলের মোঃ ইমরান রেজা নামে এক আওয়ামী নেতা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের শত শত গাছপালা কেটে নিয়ে যায়, এসময় তারা আমাদের কিছু জায়গাও জোরপূর্বক দখল করে বিভিন্ন জনকে বিক্রি করে স্থাপনা নির্মাণ করে দিয়েছিল। নিজস্ব বাহিনী থাকায় পুরো এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছিল এমরান। আওয়ামী নেতাদের ছত্রছায়ায় থেকে মাদক, চাঁদাবাজি, ভুমিদখল, নিরহ মানুষের উপর অত্যাচার, নির্যাতনসহ বীরদর্পে নানা অপকর্ম করলেও তার বিরুদ্ধে কেউ মূখ খোলার সাহস পেতোনা।

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পদত্যাগের পর আওয়ামী নেতারা আত্মগোপনে চলে গেলেও পূর্ব চাম্বলের পাহাড়ি এলাকায় এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে আওয়ামী নেতা ইমরান ও তার বাহিনীর লোকজন। তারা প্রতিনিয়তই আমাদের পরিবারের সদস্যদের প্রাণনাশ ও বসতঘর পুড়ে ছাই করে দেয়ার হুমকি- ধমকি দিচ্ছে। এসময় তারা আরো বলেন, গত সপ্তাহে যুবলীগ নেতা আমিনুল ইসলাম নামে এক লোক সরেজমিনে না এসে এই জায়গা আওয়ামী নেতা এমরান রেজার জায়গা বলে দাবি করে (এস টি বাংলা টিভি) নামক একটি অনলাইন পেইজে আমাদের বিরুদ্ধে  ভুয়া ও বানোয়াট মুলক ভিডিও প্রচার করতে দেখা যায়। ওই ভিডিওতে এখানে ইমরানের  মহিষের খামার রয়েছে বলে দাবি করা হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

যে মহিষের কথা বলা হয়েছে সেই মহিষের মালিক নুরুল আলম, একই এলাকার সৈয়দ আহমেদ, আলী আহমদ, চাঁন মিয়াসহ ৭০ বছর উর্ধ্বে বয়সী বেশ কয়েকজন লোক বলেন, তাদের বুদ্ধি বয়স থেকেই এই জায়গাতে মৌলানা আবুল হাশেমের বাপ-দাদারা বসবাস করে আসছে। এখানে ইমরানের কোন মহিষের খামার নেই। কিন্তু আওয়ামী লীগের আমলে  ইমরান রেজা তার লোকজন নিয়ে এখান থেকে কিছু জায়গা জবরদখল করে নিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন জনকে বসতঘর নির্মাণ করে দিয়েছে বলে জানিয়েছে তারা।
এই আওয়ামী নেতার অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

অপরদিকে আওয়ামী নেতা ইমরান রেজা বলেন, জায়গা সরকারের, আমার কাছে ডকুমেন্টস আছে।এই সংক্রান্তে ২০০২-২০০৩ অর্থ বছরে বনায়ন থেকে ২০১৩ সাল ও ২০১৭ সালে ১৬ সদস্যের একটি কমিটি বনায়নের লভ্যাংশ পেয়েছিল মর্মে উল্লেখ থাকলেও ভুক্তভোগী আবুল হাশেম গংদের বসতবাড়িসহ দখলে থাকা জায়গা ওই বনায়নের আওতাধীন ছিলো কিনা তাও সুস্পষ্ট কোন উল্লেখ নেই। এছাড়াও জায়গার মালিকানা সংক্রান্তে কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি ইমরান।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি