ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

৩১ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে রেলসেবা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৮-২০২৪ রাত ১১:৩৪

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যার কারনে ৩১ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে রেলসেবা। সোমবার (২৬ আগস্ট) থেকে ঢাকা মেইল, চট্টগ্রাম মেইল ও তূর্ণা এক্সপ্রেস চালুর মাধ্যমে রেলসেবা শুরু হয়েছে বলে জানা গেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের জন সংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার শাহাদাত আলী, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম এবং অন্যান্য বিভাগীয় প্রধান কর্মকর্তাসহ ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন। কর্মকর্তারা জানান ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখে ডাউন লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে আরো কয়েকদিন সময় লাগবে। তবে ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখী সিঙ্গেল লাইনের মাধ্যমে আপাতত কিছু ট্রেন চলাচল করবে। ২৬ আগস্ট রাত ঢাকা হতে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম মেইল ও তূর্ণা এক্সপ্রেস ছেড়ে গেছে। আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা মেইল ও তূর্ণা এক্সপ্রেস ছেড়ে গেছে।

এছাড়াও মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে আরো কিছু ট্রেন চলাচল করবে।  মহানগর প্রভাতী এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস ঢাকা হতে চট্টগ্রাম চলাচল করবে। একইভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় মহানগর গোধূলি এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস। কক্সবাজার হতে ঢাকা পর্যটক এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে সিলেট আবার সিলেট থেকে চট্টগ্রাম পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে চাঁদপুর আবার চাঁদপুর থেকে চট্টগ্রাম সাগরিকা এক্সপ্রেস নিয়মিত চলাচল করবে। তাছাড়া, চট্টগ্রাম হতে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কন্টেইনার ট্রেন নিয়মিত চলাচল করবে।

উল্লেখ্য, দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে টানা ১৮ জুলাই থেকে ১৩ আগস্ট ২৭ দিন সবধরণের ট্রেন চলাচল বন্ধ ছিল। আবার প্রাকৃতিক দুর্যোগ বন্যার ফলে লাইন ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করে চালু হওয়া পর্যন্ত ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪ দিনসহ মোট ৩১ দিন ট্রেন সেবা বিঘ্নিত হয়েছিল।

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগের আস্থাভাজন এখন বিএনপি সভাপতি প্রার্থী

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবনকারীকে জেল ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা