ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

৯০০ গোলের দুয়ারে রোনালদো, বিশেষ পুরস্কার দেবে উয়েফা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ১:৪

জাতীয় দল ও ক্লাব ফুটবলে গত এক দশকে অনেক রেকর্ডই নতুন করে লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আরও এক নতুন রেকর্ডবুকে নাম উঠতে যাচ্ছে পর্তুগিজ এই ফরোয়ার্ডের। শুধু আর একবার বল জালে জড়াতে পারলেই গোলের সংখ্যার দিক দিয়ে ৯০০-এর ঘরে পা রাখবেন আল নাসরের এ তারকা। ইউরোপ ছাড়ার আগে চ্যাম্পিয়নস লিগ আর রোনালদো ছিল একে অপরের পরিপূরক। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলাসহ অনেক রেকর্ড রোনালদোর দখলে। চ্যাম্পিয়নস লিগে ৫টি শিরোপাও জিতেছেন পর্তুগিজ মহাতারকা। সেই চ্যাম্পিয়নস লিগের কর্তৃপক্ষ উয়েফা এবার বিশেষ পুরস্কারে সম্মানিত করবে রোনালদোকে।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোকে তাঁর অবদানের জন্য পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মোনাকোয় ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান। স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি। তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো। মেসি নিজেও এখন আর ইউরোপে খেলেন না। তাই অদূর ভবিষ্যতে রোনালদোর গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে। এ ছাড়া ক্যারিয়ারে সাতটি আলাদা মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিও আছে রোনালদোর নামের পাশে।
৯০০ গোলের দুয়ারে রোনালদো, বিশেষ পুরস্কার দেবে উয়েফা
রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে উয়েফার বিবৃতিতে সেফেরিন বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের তারকাপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। এ প্রতিযোগিতায় গোল করায় তাঁর অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।’রোনালদোকে প্রশংসায় ভাসিয়ে সেফেরিন আরও বলেছেন, ‘দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদ্‌যাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারত্ব, কাজের প্রতি নৈতিকতা, নিবেদন এবং দ্যুতি ছড়ানোর ক্ষমতার গুণাবলিগুলো সর্বত্র ফুটবলারদের অনুসরণ করা উচিত।’

 

Aminur / Aminur

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি