আন্দোলনে হামলাকারীরা নেই তালিকায়, জনমনে আতঙ্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর গঠন হয় অন্তর্বতীকালীন সরকার। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্র, লাঠিসহ হামলা চালানো অনেকের বিরুদ্ধে কোন মামলা হয়নি এখনও। ফলে অস্ত্রধারী অনেকে এখনও লাঠি, চাপাতি নিয়ে ঘুরছেন প্রকাশ্যে। দুটো ঘটনায় নেতাদের বিরুদ্ধে মামলা হলেও কর্মীরা ধরা-ছোঁয়ার বাইরে। ফলে সরাসরি হামলার সাথে জড়িত অনেকের নাম মামলায় না থাকায় ক্ষুদ্ধ ভুক্তভোগীরা। ভীতি সৃষ্টি হয়েছে জনমনে। তবে হামলার ঘটনায় তদন্তে কারো নাম বেরিয়ে আসলে তাদেরও আইনের আওতায় আনা হবে জানিয়েছে পটিয়া থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন। এদিকে প্রকৃত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আখতার কবীর চৌধুরী।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৪ আগস্টের কর্মসূচিতে গুলি বর্ষণ ও হামলার ঘটনায় এবং ১৮ জুলাই উপজেলা বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্প্রতি করা দুটো মামলায় আসামী ৭৭৫ জন। মামলায় সাবেক দুই সাংসদ, আ.লীগ ও অঙ্গসংগঠনের পদবীধারী ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরকেও আসামি করা হয়। যেখানে সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম ইসলাম দিদার, সাবেক মেয়র মো. আইয়ুব বাবুল ও অধ্যাপক হারুনুর রশিদ,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুনসহ অনেকের নাম উল্লেখ আছে। ইতোমধ্যে কাশেম চেয়াম্যানসহ দুজন আটকও হয়েছেন।
পটিয়ার বেশ কয়েকটি সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, জেলা যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু, মহিলা আ.লীগ সভাপতি সাজেদা বেগম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, কোলাগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কিশোর গ্যাং লিডার সাইফুদ্দিন, কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, বাকখাইন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আজম খান, কাশিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মানিকসহ আরও অনেকেই আন্দোলনকারীদের প্রতিরোধে সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে। কিন্তু এই অভিযুক্তদের আত্মীয়-স্বজনরা বিএনপির রাজনীতে সক্রিয় থাকার কারণে তাদের নাম মামলা থেকে বাদ পড়েছে বলে জানান বেশ কয়েকজন ভুক্তভোগী।
অভিযোগ রয়েছে, চট্টগ্রাম নগর ও নগরের বাইরের বিভিন্ন এলাকায় এখনও প্রকাশ্যে ঘুরছে তারা। বিভিন্ন এলাকায় আলোচিত জনপ্রতিনিধি, নেতাকর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে হয়েছে মামলা। কিন্তু আন্দোলনে হামলা চালানো ও অস্ত্রের মহড়া দেওয়া বেশিরভাগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা না হওয়ায় তারা এখনও ঘুরছেন বুক ফুলিয়ে।
নাম বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, মাদ্রাসা ছাত্রদের করা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন আলেম-ওলামারা, তবে আমাদের অফিস ভাঙচুরের মামলায় কারো নাম বাদ পড়লে অজ্ঞাতের তালিকায় নাম অর্ন্তভূক্ত হবে। স্থিরচিত্র ও ভিডিও দেখে এবং তদন্ত করে তাদের সনাক্ত করবে পুলিশ।
জানা যায়, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। কিন্তু সে সময় তাদের ওপর হামলা করে যুবলীগ ও ছাত্রলীগ। এসময় গুলিও ছোড়া হয়। পরে বিক্ষোভকারীদের সমর্থনে বেরিয়ে আসেন আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা। এরপর ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পিছু হটেন। সংঘর্ষ শুরু হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক আহতরা আসতে থাকেন। সংঘর্ষের সময় কোনো পুলিশ চোখে পড়েনি।
দুপুর দুইটার দিকে বিক্ষোভকারী ও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা সড়কের দখল নেন। পটিয়া বেসরকারি জেনারেল হাসপাতালে বিকেল পর্যন্ত ৩৫ জন আহত ব্যাক্তিকে আনা হয়। তাদের মধ্যে ১৫ জন ছিলেন গুলিবিদ্ধ। মাথায় আঘাতপ্রাপ্ত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এস আলম গ্রুপে প্রভাবশালী পদে কর্মরত অফিসার এম. হোছাইন রানা, বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন কৌশলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। পিছিয়ে ছিল না কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামও। ৪ আগস্ট শান্তিরহাট এলাকায় কয়েকশ ছাত্রের উপর হামলা চালায়। হামলায় আহত হয়ে অনেকে ভর্তি হন স্থানীয় হাসপাতালসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের বজল আহম্মেদের ছেলে কিশোর গ্যাং লিডার সাইফুদ্দিন চাপাতি নিয়ে শান্তিরহাট এলাকায় ৪ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের কোপাতে দেখা গেছে। এই ঘটনায় ২০ জন আহত হয়। এরপর বাকখাইন এলাকায় চাপাতি হাতে প্রকাশ্যে ঘুরতে দেখা যায়। যার নেতৃত্বে ছিলেন কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার। এই নেতার বিরুদ্ধে রয়েছে ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন মামলা। তার নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালায় বাকখাইন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আজম খানসহ কয়েকশ নেতাকর্মী। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা।
কাশিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মানিক। ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা। এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় অন্তত ২৫ জন ছাত্র। এই হামলায় মারমুখি অবস্থায় ছিল কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কায়ছার হামিদকে। কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে শান্তিরহাট এলাকায় নৃশংস হামলা চালায়। যেখানে কিশোর গ্যাং লিডার মো. ইমনও ছিল বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের তাণ্ডবে স্তব্ধ হয়ে পড়ে পুরো শান্তিরহাট এলাকা।
সুজন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আখতার কবীর চৌধুরী বলেন, কোটা বিরোধী আন্দোলনে অনেক শিক্ষার্থী সারাদেশে মারা গেছেন। গুরুতর আহতও হয়েছেন অনেকে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নিশ্চয়ই আইনের ফাঁক দিয়ে আগের মতোই বেড়িয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু যারা প্রকৃত অভিযুক্ত তাদের আইনের আওতায় আনতে হবে। এরা যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা সবার আগে করতে হবে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, দুটো মামলা নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৭৭৫ জনকে আসামী করা হয়েছে। মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কাশেম চেয়ারম্যানসহ ২ জনকে আটক করেছি। তদন্তে কারো নাম বেরিয়ে আসলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন
