ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জমি সংক্রান্ত জেরে দেয়াল ভেঙে মধ্যযুগীয় কায়দায় ক্লিনিকে ঢুকে ভাঙচুর ও লুটপাট


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১২:৪৪

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি বেসরকারি ক্লিনিকের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শনিবার (৩১ আগষ্ট ) সকাল ৬ টার সময় ডক্টরস ক্লিনিক ভবন নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ঐ দিন অভয়নগর থানা ও সরকারি ৯৯৯ অভিযোগ করেন। জানা যায়, জাহানারা হামিদ তানজিমুস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের পক্ষে পরিচালক আলহাজ্ব ডা.আব্দুল গফফার। তিনি তার  ডক্টরস ক্লিনিক ভবন নির্মাণ করে জাহানারা হামিদ তানজিমুস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সে নির্মাণ করে  মানুষের সেবা প্রদান করে আসছেন। মাদ্রাসা ও মসজিদের যাতায়াতের জন্য বুইকারা গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রফিকুল ইসলাম এর কাছ থেকে নওয়াপাড়া পৌরসভার অধীনে এস এ ৩৪ নং আর এস ৫৫ নং গুয়াখোলা মৌজায় নিম্ন তফসিল বর্ণিত জমি জমার এস এ ৪৮৫ নং খতিয়ানে এস এ ৬ দাগের রেকর্ডীয় মালিক এর ওয়ারেশ হইতে বিগত ইংরেজি ১৬/৬/১৯৯৪ তারিখে ৩০৪১ নং দলিল মূলে মোঃ দাউদ মোল্লা খরিদ করিয়া সেপারেশন ৪৮৫/৫ নং খতিয়ানে নামপত্তন করাইয়া ভোগ দখল করিতে থাকা অবস্থায় চলমান ডিপি ১৯৭৩ নং খতিয়ানে আর এস ৯২২ নং খতিয়ানে আর এস সেঃ ৮২ দাগের. ০৫৫০একর জমিতে নিজে নামে ১০০০ অংশের রেকর্ড করাইয়া জমা জমিতে ভোগ দখল করে  থাকা অবস্থায় তার নিকট হইতে বিগত ইংরেজি ২৯/৯/২০০৫ তারিখে ৪৪৪৪ নং কবলা দলিল মূলে তিনি অত্র দলিল দাতার প্রাপ্ত হইয়া সহকারী কমিশনার ভূমি অভয়নগর যশোর এর এমসি নং ৩৪২৯/৯-১/২০১৭/১৮ এর আদেশে আর এস ৯২২ নং বহাল থাকিয়া সৃজিত ৯২২ নং খতিয়ানি আর এস ৮২ দাগে .০৫৫০ একর জমিতে তার  নিজ নামে ১০০০ অংশের নামপত্তন করাইয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উন্নয়নকল্পে জমিতে একটা লিপ্ট স্থাপন করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া খেয়ে আসিতেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে  ক্লিনিকের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে । শনিবার (৩১ আগষ্ট ) সকাল ৬ টার সময় ডক্টরস ক্লিনিক ভবনের ভিতরে সোরাব হোসেন মাস্টারের লোকজন ঢুকে হামলাও ভাঙচুর করে। পরে তার লোকজন বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।  ডক্টরস ক্লিনিক ভবন বর্তমানে নরমাল ডেলিভারি সার্ভিস সেন্টারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বিল্ডিং এর থাই গ্লাস,  প্যাথলজি বিভাগ,ভাঙচুর করে, টেলিভিশন চেয়ার,  টেবিল, জেনারেটর সহ নতুন টাইস লুট করে নিয়ে যায়। এ সময় হাসপাতালে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়ে। কর্তব্যরত ডাক্তার ও নার্সরা প্রাণ ভয়ে লুকিয়ে পড়ে। তাছাড়া  নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায়।  তথ্য অনুসন্ধানে জানা যায়, ডক্টরস ক্লিনিক ভবনে দেয়াল ভেঙ্গে ১০ থেকে ১২ দল সোহরাব হোসেন দল প্যাথলোজি বিভাগ ভাঙচুর করে। সেখানে মালামাল লুট করতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ তাও উঠেছে। এ বিষয়ে জাহানারা হামিদ তানজিমুস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের  পরিচালক আলহাজ্ব  ডা.আব্দুল গফফার  জানান, আমি রফিকুল ইসলামের কাছ থেকে জমি ক্রয় করি। একটি দুষ্কৃত চক্র আমাদের একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টাও করা হয়েছে।এরা বিভিন্ন সময় আমাদের সাথে সংঘর্ষ ও ঝামেলা সৃষ্টির চেষ্টা করে আসছে। ৩১ আগস্ট শনিবার সকালে ৪০/৫০  আমার ক্লিনিকে  হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে । পরবর্তীতে আমাকে হত্যার উদ্দেশ্য  আমার উপর দিয়ে দেওয়ালে আঘাত হানে।এসময় এরা আমার নগদ টাকা, প্যাথলজি বিভাগ,  ল্যাপটপ,একটি স্মার্ট টিভি ও জেনারেটর, নতুন টাইলস  নিয়ে যায়। যা আমার ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকা। আমি ২০১৮ সালে রফিক বাঘার কাছ থেকে সাড়ে ৫ শতক জমি ক্রয় করে সেখানে লিফট স্থাপন  করি। আমারও জমিটা বৈধ জমি। আমার এই  জমিতে  কোন ঝামেলা থাকার কথা না। আমার জানামতে নাসির ফারাজীর নামে ওখানে আরও সাড়ে ৭শতক জমি রয়েছে। তার জমি নিয়ে দীর্ঘদিন সমস্যা রয়েছে। 

সোহরাব  হোসেন সরদার জানান, ডা. আ: গফ্ফার তার ডক্টরস্ ক্লিনিক করার সময় তার বিল্ডিংয়ের প্রয়োজনে ২০০৪ সালে আমাদের নিকট (দশমিক).৮৮ শতক জমি তার স্ত্রীর নামে ক্রয় করে। বাকি ১৫.২২ শতক জমি আমরা ভোগ দখল করে আসছিলাম। কিন্তু পরবর্তী অসৎ উদ্দেশ্যে আমাদের নিকট থেকে আরও জমি ক্রয় করতে চায়। আমরা দিতে রাজি না হওয়ায় আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে। এই বিষয়ে অভয়নগর  পুলিশের অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান,প্রাথমিক ভাবে তদন্ত করা হচ্ছে সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

‎সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

‎কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়

সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ