বর্ষসেরার দৌড়ে আর্জেন্টিনার দুই মার্তিনেস
ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। তালিকায় আছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের দুই নায়ক- স্ট্রাইকার লাওতারো মার্তিনেস ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। গত বুধবার রাতে ব্যালন দ’র ২০২৪ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। ২০০৩ সালের পর প্রথমবার ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় নেই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। পুরস্কারটি রেকর্ড আটবার জিতেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন রোনালদো।
২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দুজনের বাইরে কেউ পুরস্কারটি জিততে পারেননি। গত বছর পুরস্কারটি ওঠে মেসির হাতে। আর্জেন্টিনা দল থেকে এবার এই তালিকায় আছেন এমিলিয়ানো ও লাওতারো। জাতীয় দলে সফলতার পাশাপাশি ক্লাব ফুটবলেও দুজনে ছিলেন উজ্জ্বল। ইতালিয়ান সেরি আ জেতা ইন্টার মিলানের মূল কারিগর লাওতারো। টুর্নামেন্টে সর্বোচ্চ এই গোল স্কোরার জেতেন লিগের সেরা খেলোয়াড়ের খেতাবও। এমিলিয়ানো তার দল অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে তিনে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
এছাড়া বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। যেখানে তার সঙ্গী রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, বায়ার লেভারকুজেনের শাবি আলোন্সো, ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা, আতালান্তার জান পিয়েরো গাসপেরিনি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী ২৮ অক্টোবর প্যারিসে জমকালো অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারের সঙ্গে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ব্যালন দ’রের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ), এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), নিকো উইলিয়ামস (আথলেতিক বিলবাও), গ্রানিত জাকা (বায়ার লেভারকুজেন), আর্তেম দোভিক (জিরোনা/রোমা), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), দানি ওলমো (লাইপজিগ/বার্সেলোনা), ফ্লোরিয়ান ভিরৎজ (বায়ার লেভারকুজেন), মার্টিন ওডেগোর (আর্সেনাল), মাটস হুমেলস (বরুশিয়া ডর্টমুন্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনিয়া (পিএসজি), কোল পালমার (ম্যানচেস্টার সিটি/চেলসি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), বুকায়ো সাকা (আর্সেনাল), হাকান কালহানোগলু (ইন্টার মিলান), উইলিয়াম সালিবা (আর্সেনাল), কিলিয়ান এমবাপে (পিএসজি/রিয়াল মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), অ্যাডেমোলা লুকম্যান (আতালান্তা), আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), আলেক্স গ্রিমাল্দো (বায়ারলেভারকুজেন)।
জামিল আহমেদ / জামিল আহমেদ
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি