হাথুরুকে নিয়ে ইতিবাচক শান্ত
চন্ডিকা হাথুরুসিংহের ভীষণ প্রয়োজনের সময় পাশে দাঁড়ালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সফরে কোচের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। অধিনায়কের এই প্রশংসা বাংলাদেশের কোচ হিসেবে হাথুরুর টিকে থাকায় অনেক বড় ভূমিকা রাখবে বলেই সংশ্লিষ্টদের ধারণা।
জানা গেছে, ভারত সফরে লঙ্কান এ কোচই দায়িত্বে থাকছেন। এরই মধ্যে তাঁকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। তবে ভারত সিরিজের পর কী হবে, সে অনিশ্চয়তা রয়েই গেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুর সঙ্গে বিসিবির চুক্তি।
পাকিস্তানকে ২-০তে হোয়াইটওয়াশ করে বুধবার রাতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। পাকিস্তান থেকে ছুটিতে যাওয়ার কথা থাকলেও দলের সঙ্গে ঢাকা ফিরেছেন কোচ। ভারত সফরের প্রস্তুতি ঠিকঠাক নেওয়ার জন্যই ছুটিতে যাননি হাথুরু। ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ। হাথুরুকে ভারত সফরে মনোযোগ দিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বলা হয়েছে। এর পেছনে যে পাকিস্তান সিরিজের ফলাফল বড় ভূমিকা রেখেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
বুধবার রাতে নাজমুল হোসেন শান্ত দেশে নেমেই পাকিস্তান সিরিজ জয়ে কোচের বড় কৃতিত্বের কথা বলেন, ‘খুবই ভালো (বোঝাপড়া)... কোচের সঙ্গে ক্রিকেটাররা খুবই পরিষ্কার এবং খুবই সাপোর্টিভ ছিলেন তিনি। প্রত্যেক ক্রিকেটারকে উপযুক্ত পরিকল্পনা দিয়েছেন এবং ড্রেসিংরুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে ক্রিকেটার পারফর্ম করেছে, যে করেনি, সবাই সবার পাশে ছিল। বিশেষ করে, প্রত্যেক কোচই ক্রিকেটারদের পাশে ছিলেন ভালো ও খারাপ সময়ে। ড্রেসিংরুমে কোচের ভূমিকা দারুণ ছিল এই সময়ে।’
কোচ হাথুরুসিংহেকে নিয়ে এই অনিশ্চয়তার কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির নতুন বস ফারুক আহমেদের সঙ্গে তাঁর পুরোনো দ্বন্দ্ব। ২০১৬ সালে দল নির্বাচনে হাথুরুর হস্তক্ষেপের কারণেই প্রধান নির্বাচকের পদ থেকে সরে গিয়েছিলেন ফারুক।
বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার আগে একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেছিলেন, ‘আমি মনে করি না বাংলাদেশ ক্রিকেট দলের জন্য হাথুরু খুব কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।’ বোর্ড সভাপতি হওয়ার পরও সংবাদ সম্মেলনে বলেছিলেন, হাথুরুর বিষয়ে আগের অবস্থানেই আছেন তিনি। তবে পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় আনার কথাও বলেছিলেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে সফলতা হয়তো পরিবেশ কিঞ্চিৎ বদলেছে।
বুধবার রাতে বাংলাদেশ স্কোয়াডের ১৬ জনের মধ্যে ফিরেননি কেবল সাকিব আল হাসান। কাউন্টি খেলতে ইংল্যান্ড চলে গেছেন তারকা এ অলরাউন্ডার। সেখান থেকেই ভারত সফরে যোগ দেবেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুলিতে নিহত এক পোশাককর্মী হত্যা মামলার আসামিও সাকিব। সে মামলার খড়গ মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছেন তিনি। ওই মামলা হওয়ার সময়ই ক্রিকেটারদের প্রায় সবাই সাকিবের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
দেশে ফিরেও বিষয়টি নিয়ে কথা বলেছেন অধিনায়ক শান্ত, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে, তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সাকিবের প্রসঙ্গে কথা বলতে চান শান্ত।
এমএসএম / এমএসএম
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি