ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কর্ণফুলীতে মারধরের ২য় দিনে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিকের মৃত্যু, আটক-১


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৪:৫৯

চট্টগ্রামের কর্ণফুলীতে ময়লা ফেলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের ২য় দিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দিনমজুর  মো: নাছির (৫৮)।শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৪সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শিকলবাহা বালুর মাঠ এলাকায় একটি সরকারি খাস জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে।নিহত নাছির কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউপির ৫নং ওয়ার্ডের বড় মাঝির বাড়ির মো: নুর হোসেনের ছেলে।

 এর আগে ৬ সেপ্টেম্বর নিহতের বড় ছেলে খোরশেদ আলম (২২) বাদি হয়ে ২জনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, একই এলাকার আব্দুস সমদ মাঝির ছেলে মো: তারেক (২৭) ও মো: ইকবাল (৩২)। এর মধ্যে নাছির মারা যাওয়ার সাথে সাথেই অভিযুক্ত ইকবালকে (৩২) গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টম্বর সকাল ৭টার দিকে শ্রমিকরা কারখানা থেকে ফোম জাতীয় ময়লা শিকলবাহা খালের পাড়ে ফেলাকে কেন্দ্র করে অভিযুক্তরা ঘটনাস্থলের অফিস কক্ষের সামনে এসে শ্রমিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে নিহত  মোঃ নাছির (৫৮) সেখানে প্রতিবাদ করলে আসামিরা তাকেও গালিগালাজ করে ও বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে।পরে নাছির প্রতিষ্ঠানের অফিসে গিয়ে বিষয়টি প্রতিষ্ঠানের মালিক মোঃ মনির উদ্দিনকে জানান এবং শ্রমিকদেরকে কাজ চালিয়ে যেতে বলেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করে। একপর্যায়ে আসামি মো: তারেক হত্যার উদ্দেশ্যে নাছিরকে গাছের বাটাম দিয়ে মাথায় বারি মারতে গেলে সেটা তার বুকের বাম পাম পাশে লেগে গুরুতর আহত হয়।পরে ঘটনাস্থলে অপর আসামি মো: ইকবাল এসে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে পরে নাছিরের চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার শারিরিক অবস্থার অবনতি হলে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়,সেখানে চিকিৎসাধীন অবস্থায়  শুক্রবার রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।


এবিষয়ে মামলার তদন্ত কারী কর্মকর্তা শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, ভেল্লাপাড়া বালুর মাঠে ৪ সেপ্টেম্বর একটি মারামারি ঘটনা ঘটে,এতে গুরুতর আহত হয়ে মো: নাছির নামের একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় নাছিরের বড় ছেলে খোরশেদ আলম ২জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন, আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোঃ ইকবালকে (৩২) গ্রেফতার করতে সক্ষম হযই। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

লাকসামে জগন্নাথ বাড়ীতে শ্যামা পূজা অনুষ্ঠিত

হাটহাজারী ১নং দক্ষিন পাহাড়তলী (চসিক) ওয়ার্ড বিএনপি'র কর্মী সভা

হাইকোর্টের রায়ের পরও জমি দখলে বাধা, প্রশাসনের হস্তক্ষেপ চান অবসরপ্রাপ্ত শিক্ষক

ছাত্র হত্যা মামলার আসামি ‘কিলার শিকদার’ কে চাঁদাবাজি মামলায় আদালতে প্রেরণ

রাজপথের লড়াকু সৈনিক আশিক আহমেদ কমল

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল: গ্রেফতারি পরোয়ানা জারি

বাহুবলে নারীকে হত্যা, বাঁশঝাড়ে ঝুলন্ত লাশ উদ্ধার

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা অনুষ্ঠিত

মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ছাত্রফ্রন্ট–নারীমুক্তি কেন্দ্রের

মিরপুর গার্মেন্টসে আগুনে পুড়ে নিহত ১৬ জনের মধ্যে ২ জন মোহনগঞ্জে

মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড