ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

এখন যদি দায়িত্ব না নিই, তাহলে আর কবে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৫:১৬

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন লিটন দাস। দুই টেস্টেই দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন উইকেটরক্ষক-ব্যাটার। দ্বিতীয় টেস্টে তো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। সেই দায়িত্বশীল ব্যাটিংটাই এখন থেকে সামনের সিরিজে করতে চান বলে জানিয়েছেন লিটন।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘স্বাভাবিক, আমি অলমোস্ট ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতেছি। ওইটুকু এক্সপেরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার। তো এখন যদি দায়িত্ব না নিই, তাহলে আর কবে।

আর আমি বলতেছি যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, মিস্টেক হতে পারে।’
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন লিটন দাস।

তবে এটাও জানিয়েছেন যে সিরিজটি চ্যালেঞ্জিং হবে। পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করায় ভক্ত-সমর্থকদের প্রত্যাশাও বেড়ে গেছে।
প্রত্যাশাকে অনুপ্রেরণা হিসেবেই ভারতের বিপক্ষে সিরিজে দেখছেন লিটন। তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে মোটিভেটই করে। আপনি ভালো খেললে আপনার সুনাম হবে, দুইটা মানুষ চিনবে।

এর থেকে বড় পাওয়া তো কিছু হতে পারে না। ভারত অনেক বড় একটা দল। টেস্ট ক্রিকেটে আমরা অনেক ভালো করছি। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ একজন খেলোয়াড়ের জন্য। আর ভালো খেললে বাহবা তো পাবেই।’
ভারতের বিপক্ষে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে জানিয়ে লিটন বলেছেন, ‘দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে। এটা থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। হোমে যখন ইন্ডিয়ার সঙ্গে খেলবে, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। আমি বলব না খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল। তাদের টেস্ট ক্রিকেটে যদি র‍্যাংক ধরেন তারা ওপরে। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে।’

এমএসএম / এমএসএম

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি