চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান ও ৩ সিবিএ নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বন্দর চেয়ারম্যান ও ৩ সিবিএ নতাসহ ১১৫ জনের নামে মামলা করা হয়েছে। গত সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন নুর মোহাম্মদ নামে এক ব্যবসায়ী। সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরী মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী নওশাদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৫ জনের নাম উল্লেখ করে এবং ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহমদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল সোহায়েল, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক ও বন্দর কর্মচারী পরিষদের সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ আহমেদ জাবেদ।
মামলার বাদী নুর মোহাম্মদ (২২) একজন ব্যবসায়ী। তিনি অনলাইন ও সফটওয়্যারভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান দুরন্ত সাপ্লায়ার এবং দুরন্ত বাজার-এর স্বত্বাধিকারী। সারাদেশে গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকায় বাদীর ব্যবসায় ক্ষতি হয়েছে ১০ কোটি টাকা। ইন্টারনেট বন্ধে জড়িতদের শাস্তি ও আসামিদের ব্যক্তিগত ও দলীয় সম্পত্তি থেকে ক্ষতিপূরণের টাকা চেয়ে এ মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বাদীর অনলাইনভিত্তিক প্রায় ২০০ জন কর্মচারী ব্যবসার সঙ্গে যুক্ত। অনলাইনে পণ্য সাপ্লাইয়ের জন্য দুরন্ত সাপ্লায়ারের নিজস্ব মালিকানাধীন একাধিক পণ্য বহনকারী পরিবহন ও ভাড়া করা পরিবহন নিয়োজিত আছে। অনলাইনে বাদীর দৈনিক ব্যবসায়িক লেনদেন প্রায় ২০ লাখ টাকা। গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পরিকল্পিতভাবে দেশে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেয়া হয়। ফলে দেশের বাণিজ্য খাত এক লাখ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয় এবং বাদীর ক্ষতি হয় ১০ কোটি টাকা। ক্ষতি হওয়া অর্থ আসামিদের ব্যক্তিগত ও দলীয় সম্পত্তি থেকে পূরণ করার কথাও এজাহারে উল্লেখ করেন বাদী।
উল্লেখ্য, ছাত্র আন্দোলন চলাকালীন একাধিক সময়ে সরকারদলীয় প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদের আন্দোলনে ভয়-ভীতি ও আন্দোলন কার্যক্রমে না যেতে প্রভাব বিস্তার করেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু। গত আগস্টের ৩ তারিখ বন্দর ভবনসংলগ্ন কাস্টমস মোড়ে নায়েবুল ইসলাম ফটিকের নেতৃত্বে লাঠিসোঠা নিয়ে অবস্থানসহ ছাত্রদের গাড়ি থেকে নামিয়ে তাদেরকে মারধরসহ ভয়-ভীতি প্রদর্শন করা হয়।
এছাড়াও কাস্টম থেকে নয়াবাজার বিশ্বরোডসহ চট্টগ্রামের একাধিক জায়গায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার জন্য তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করা হয়, যার একটি স্ক্রিনশট প্রতিবেদকের খাতে এসেছে। তার ব্যক্তিগত ফেসবুকে ছবিসংবলিত একটি পোস্টে তিনি লিখেন- ‘জায়গায় জায়গায় খবর দে, ১ দফার কবর দে ; ১ দফা বলিস না, নিজের কপাল পুড়াইস ন ‘।
এদিকে, বন্দর কর্মচারী পরিষদ সিবিএর মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের নেতৃত্বে কিশোর গ্যাংসহ আওয়ামী সন্ত্রাসী বাহিনী নিয়ে নগরীর আগ্রাবাদ মোড়ে দেখা যায়। সেখানেও শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে আশপাশের এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। তার সাথে সহযোগী হিসেবে যোগ দেয় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের এক সময়কার সক্রিয় কর্মী সিবিএর সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ আহমেদ জাবেদসহ একাধিক ব্যক্তি।
T.A.S / জামান

ছৈয়দাবাদ ঐক্য পরিষদের উদ্যোগে জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী পালিত

বেনাপোল বন্দরে প্রবেশের মুখে রপ্তানির ৫ ট্রাক পণ্য আটক

বরেন্দ্রের কৃষকের এবার বর্ষায় আমন চাষে কোটি টাকা সাশ্রয়

রায়পুরে মুসলিম কিশোরীকে ধর্ষণ: অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন

পঞ্চগড়ে আলোচিত পাহারাদার ডুবু হত্যার আসামী আটক

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুবিপ্রবিতে মানববন্ধন

মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুন্যের উৎসব -২০২৫ অনুষ্ঠিত

পূর্বধলায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

পাবনা ফরিদপুর, উপজেলার ডেমরায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি
