অভয়নগরে বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা
আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যশোরের অভয়নগর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় অনুষ্ঠিত হচ্ছে মতবিনিময়সহ উঠান বৈঠক। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
সম্মেলনে অভয়নগর থানা বিএনপির সভাপতি পদে ফারাজী মতিয়ার রহমান একক প্রার্থী হওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু এবং অপর যুগ্ম-আহ্বায়ক মশিয়ার রহমান মশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদকের দুই পদে থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এফএম গিয়াস উদ্দিন, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ ও নওয়াপাড়া পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী কাজী গোলাম হায়দার ডাবলু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে রয়েছি এবং জুলুম, নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছি। দলের নেতাকর্মীদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, যে কারণে ভোটাররা একজন সৎ ও সাংগঠনিক নেতাকে নির্বাচিত করতে ভুল করবেন না।
একই আশাবাদ ব্যক্ত করে সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী মশিয়ার রহমান মশি বলেন, অভয়নগর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং পরবর্তীতে যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। দলের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন করেছি। আমি নির্বাচিত হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করাসহ আদর্শিক পন্থায় দল পরিচালনা করার চেষ্টা করব।
সাংগঠনিক সম্পাদক প্রার্থী এফএম গিয়াস উদ্দিন বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো। নেতাকর্মীরা আমাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রস্তুত রয়েছেন। আশা করি আমাদের প্যানেল বিজয়ী হবে।
অপর সাংগঠনিক সম্পাদক প্রার্থী শেখ আসাদুল্লাহ আসাদ বিজয়ী হওয়ার প্রত্যয় নিয়ে বলেন, বিগত ১৭ বছর রাজপথে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছি। অর্থ ও স্বার্থের কাছে মাথানত করিনি। আগামী সম্মেলনে দলীয় ভোটাররা কালো টাকার কাছে বিক্রি হবেন না বলে আমি বিশ্বাস করি।
সাংগঠনিক সম্পাদক প্রার্থী কামাল হোসেন খান বলেন, দলের ভেতরে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে আমি প্রার্থী হয়েছি। বিজয়ী হলে তরুণদের সাথে নিয়ে দলকে সুসংগঠিত করব। আমার ১৭ বছরের কর্মকাণ্ড এই নির্বাচনে নেতাকর্মীরা মূল্যায়ন করবেন।
জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার অভয়নগর থানা বিএনপির সম্মেলন যশোর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ইউনিয়নের ৫৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এমএসএম / জামান
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক