উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচিত কমিটির বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদ

গত ১১ মে উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলে উন্নয়ণ পরিষদ এবং ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম নির্বাচন বিধায় সেক্টরবাসীর মধ্যে নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দিপনা ছিলো বলার মতই। নির্বাচনের আগে সর্বশেষ নির্বাহী কমিটিতে ২৯ সদস্যের মধ্যে উন্নয়ণ পরিষদের ১৫ জন এবং ঐক্য পরিষদের ১৪ জন ছিলেন এবং সকলের মতামতের ভিত্তিতে সেক্টরের বিশিষ্টজনদের নিয়ে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। তবে নির্বাচন কমিশনের প্রথম মিটিং এর পর সাবেক সচিব মোসলেম উদ্দিন ( উনি ইস্কাটনে বসবাস করেন) দূরত্বের কারনে আর কোন মিটিংয়ে আসেনি।
ফলে ৪ জন নির্বাচন কমিশনার শেষ পর্যন্ত অত্যান্ত দক্ষতার সাথে বিতর্কের উর্ধ্বে উঠে নির্বাচন পক্রিয়া সম্পন্ন করেন। সেক্টরের ৯৫৩ জন ভোটারের মধ্যে প্রায় ৭৩ ভাগ ভোটার অর্থাৎ ৬৯০ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন এবং দুই'শর উপরে ভোটের ব্যবধানে সেক্টরের প্রথম নির্বাচনে উন্নয়ণ পরিষদ জয় লাভ করে। একটি গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য গভীর রাত পর্যন্ত ভোট কেন্দ্ৰ উপস্থিত ছিলেন। দু'দলের সমর্থক সেক্টরবাসীর মধ্যে প্রায় এক হাজার জন রাত তিনটা অবদি রেজাল্ট ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্রের সামনে উপস্থিত ছিলেন।
রেজাল্ট ঘোষণার পর পরাজিত ঐক্য পরিষদের সেক্রেটারী প্রার্থী লে. ক. ফারুক হুসাইন (অব:) সুন্দর ভাবে গ্রহনযোগ্য ভোট আয়োজন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ প্রদান করেন এবং জয়ী উন্নয়ণ পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়ে সর্বোচ্চ ভোটে জয়ী সেক্রেটারী ইনসাফ আলী ওসমানীকে মাল্যভূষিত করেন। কিন্তু ভোটের কয়েকদিন পর থেকেই ঐক্য পরিষদ নেতারা তাদের হোয়াটসআপ গ্রুপে নির্বাচন নিয়ে নানা নেতিবাচক মন্তব্য লেখা শুরু করেন। বিশেষ করে ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা সংবাদ সম্মেলন সহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন কোন কাজ নেই যে করেননি। সংবাদ সম্মেলনে তারা মিথ্যা তথ্য দিয়ে বলেন, ৫ আগষ্টের পর সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক, নিরাপত্তা সম্পাদক সহ নির্বাহী সদস্যরা পলাতক, এতে সোসাইটি ও সেক্টরের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। সেক্টরের আবর্জনার স্তূপ জমা হয়েছে। যা সেক্টরবাসীর সীমাহীন দূর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। শুধু এখানেই শেষ নয়, তারা সোসাইটির নির্বাচনে পূর্ন প্যানেলে বিপুল ভোটে জয়ী "উন্নয়ণ পরিষদে'র বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি সহ নির্বাচনে বিগত সরকারের দলীয় প্রভাব খাটানোর মিথ্যা অভিযোগ করে সমাজসেবা অধিদপ্তরে চিঠি দেন এবং ছাত্রআন্দলনের নেতাদের তা অবহিত করেন। ছাত্র নেতারা কয়েক দফায় সোসাইটির কর্মকান্ড পর্যবেক্ষণ এবং সেক্টরের বিশিষ্টজনদের সাথে আলোচনা করে নির্বাচনে বিজয়ী কমিটিকে দায়িত্ব চালিয়ে যেতে বলেন। এদিকে সমাজসেবা অধিদপ্তর তাদের চিঠি পেয়ে ২৫ আগষ্ট কোন প্রকার তদন্ত ছাড়াই নির্বাচিত কমিটিকে স্থগিত করে ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করে।
কিন্তু উন্নয়ণ পরিষদের নির্বাচিত কমিটি সমাজসেবা অধিদপ্তরের ডিডির সাথে দেখা করলে, তিনি সব শুনে ঐ আহবায়ক কমিটি বিলুপ্ত করে নির্বাচতি কমিটিকে বহাল করেন এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু তদন্ত কমিটি ৩রা সেপ্টেম্বর দায়িত্ব শুরুর প্রথম দিনেই পরিচালক, জেলা সমাজসেবা কর্তৃক ওয়েলফেয়ার সোসাইটিতে প্রসাশক নিয়োগ প্রদান করেন। আমাদের প্রশ্ন, সমাজসেবা অধিদপ্তরের একটি তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট জমা দেয়ার আগেই কেন এবং কার স্বার্থে এত উৎসাহী হয়ে প্রসাশক নিয়োগ দেয়া হলো। তাছাড়া ৫ আগষ্টের পর সাবেক সভাপতি উত্তরা এসোসিয়েশন এবং ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি থেকে পদত্যাগ করেছেন। ওনার স্থানে সোসাইটির সহসভাপতি এবং বিএনপি হতে ৩ (তিন) বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো'কে সভাপতি নির্বাচিত করা হয়েছে। কিন্তু তারপরও ঐক্য পরিষদের নেতাদের নেতিবাচক কর্মকান্ড থেমে নেই এবং তারা নানা ভাবে সোসাইটির নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এমনকি প্রতিদিন মেসেজ এবং হোয়াটসঅ্যাপ এ নামে বেনামে বাল্ক ম্যাসেজ এর মাধ্যমে ভুয়া, মিথ্যা, অযৌক্তিক তথ্য ও সংবাদ প্রেরণেই ব্যাস্ত । তাদের মিথ্যাচারিতার তীব্রনিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সোসাইটির নবনির্বাচিত সভাপতি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সহ সেক্টরের বিশিষ্টজনেরা।
T.A.S / জামান

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান
