ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশে মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ বাদীর বিরুদ্ধে


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১:৩

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ বাদী হয়ে গত ৫ সেপ্টম্বর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানায় ৯৫ জন এজাহারনামীয়সহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা ছাত্র-জনতার ওপর গত ১৭ জুলাই নগরীর ২নং গেট এলাকায় দুপুর আড়াইটায় হামলা চালায়। এতে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নরুল আজিম রনিসহ যুবলীগ, ছাত্রলীগসহ বেশ কয়েকজনের নেতৃত্বে ঘটনা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হলেও বাকি অধিকাংশ আসামি করা হয়েছে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এলজিইডি, বিমান অফিস, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওয়াসা, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিসসহ সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে।

আসামিদের তালিকা করে থানায় জমা দেয়ার আগে একাধিকজনকে ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মামলা করার পর বাদী নিজেই এবং বিএনপি, যুবদল, নগর ছাত্রদলের সাবেক কয়েকজন নেতাসহ অসাধু একটি সিন্ডিকেট মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ও নতুন মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মামলায় ফাঁসানোর চেষ্টার বিষয়টি সিএমপি কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিহিত করা হয়েছে আসামিদের পক্ষ থেকে। ছাত্র-জনতার আন্দোলনের সময় মামলার বাদী জিয়াউল হক জোনাইদ নিজেই ঘটনাস্থলে ছিলেন না। এমনকি গত জুলাই মাসজুড়ে ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে জিয়াউল হক জোনাইদ কোনো কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এ ধরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাংগঠনিকভাবে তাকে কারো বিরুদ্ধে মামলা করার দায়িত্বও দেয়া হয়নি। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের নেতৃত্বে ছাত্র-জনতার প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। 

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুদ্দিন সবুজ বলেন, দক্ষিণ জেলার ছাত্রদলের পরিচয় দিয়ে কারো বিরুদ্ধে মামলা করার জন্য সিদ্ধান্ত হয়নি। কারো বিরুদ্ধে মামলায় নাম দেয়া না দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে মামলা করলে সেটা তার ব্যক্তিগত বিষয়। এর সাথে দক্ষিণ জেলা ছাত্রদল জড়িত না।

অভিযোগের বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মামলার বাদী জিয়াউল হক জোনাইদের মোবাইলে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দীন মজুমদার বলেন, কোনো ব্যক্তিকে কেউ যদি মামলার ভয় দেখিয়ে আর্থিক সুবিধা নেয়ার চেষ্টা করে এবং কোনো ধরনের চাঁদাবাজি প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, বিয়ষটি মাথায় রেখে পুলিশ মাঠেপর্কাোয়ে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে প্রবেশের মুখে রপ্তানির ৫ ট্রাক পণ্য আটক

বরেন্দ্রের কৃষকের এবার বর্ষায় আমন চাষে কোটি টাকা সাশ্রয়

রায়পুরে মুসলিম কিশোরীকে ধর্ষণ: অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন

পঞ্চগড়ে আলোচিত পাহারাদার ডুবু হত্যার আসামী আটক

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুবিপ্রবিতে মানববন্ধন

মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুন্যের উৎসব -২০২৫ অনুষ্ঠিত

পূর্বধলায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

পাবনা ফরিদপুর, উপজেলার ডেমরায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত