ফের দলে ফিরতে চান চট্টগ্রাম বিএনপির পদত্যাগী নেতারা
চট্টগ্রামের আলোচিত-সমালোচিত কিছু নেতা বিএনপি ক্ষমতাহীন হওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের জেল-জুলুম, নির্যাতন ও মামলা-হামলার ভয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করেন। অনেকে আওয়ামী লীগে যোগ দেন। আবার কেউ কেউ বিএনপি থেকে পদত্যাগ করার পর আওয়ামী লীগে যোগ না দিলেও নীরব ভূমিকায় ছিলেন। এদের মধ্যে অনেকে আবার বিএনপির সুসময়ের আশায় দলটির রাজনীতিতে যুক্ত হয়ে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এরমধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম মনজুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ও চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চোরম্যান আব্দুল জব্বার চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভিপি নাজিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র মাহমুদুর রহমান, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামশুল ইসলাম, পটিয়া পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবু ছৈয়দ, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা খোরশেদ গনি, রাউজান পৌর বিএনপির আহ্বায়ক সেকান্দর চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক শহিদ চৌধুরী আইয়ুব খান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাছির উদ্দীন, বিএনপি নেতা কামাল মেম্বার, স্বপন চৌধুরী চেয়ারম্যান, আজিম চেয়ারম্যান, মির্জা নাজিম উদ্দীন খোকন, নুরুল ইসলাম চেয়াম্যানসহ চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা এবং দক্ষিণ জেলা বিএনপির প্রায় দুই ডজন নেতা ফের বিএনপিতে ফিরতে মাঠপর্যায়ের নেতা এবং কেন্দ্রের সাথে যোগাযোগ শুরু করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুরুল আলমের পরিবারের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি থেকে প্রাপ্য সম্মানটুকু পাওয়া গেলে মনজরুল আলম আবার বিএনপির রাজনীতিকে সক্রিয় হবেন।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বলেন, আমি বিএনপি থেকে পদত্যাগও করিনি। আমাকে বহিস্কারও করেনি। মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের ভয় এবং সিনিয়র কিছু নেতার আচার-আচরণে অভিমান করে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম। পটিয়ার সাবেক এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন। উনি প্রতিটি কর্মকাণ্ডে আমাকে ডাকতেন। এখন যেভাবে আছি সেভাবে থাকব। আগামীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি দেখেশুনে ও বুঝে সিদ্ধান্ত নিবেন বলে জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফজল আহমদ চৌধুরী জানান, যারা বিএনপি থেকে দুঃসময়ে চলে গেল, তাদের দলে প্রয়োজন আছে বলে মনে করি না। তারা ফিরলেও সাধারণ নেতাকর্মীরা গ্রহণ করবেন না বলে তিনি জানান।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিয়ষক সম্পাদক এম নাজিম উদ্দীন বলেন, যারা দলত্যাগ করে অন্য দলে চলে গেছে, তাদের দলের মধ্যে তেমন আর প্রয়োজন আছে বলে মনে করি না। যদিও আসতে চায়, তাহলে কেন্দ্রের অনুমতি নিয়ে বিএনপিতে আসতে হবে। তবে কিছু কিছু নেতা পদত্যাগ করেও বিএনপির হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছেন। তাদের কেউ বাধা দিচ্ছে না। তৃণমূলের নেতাকর্মীরাও তাদের স্বভাবিকভাবে মেনে নেবেন।
এ বিষয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে ফোন করা হলে বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করেনি।
এমএসএম / জামান
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল