রোনালদোর ৯০০ উদযাপনের রাতে হার এড়াল আল নাসর

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিসিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। এরপর অবশ্য আরো এক গোল যোগ করে সংখ্যাটিকে ৯০১-এ নিয়ে যান তিনি।
৯০০ গোলের চূড়ায় ওঠার পর গতকালই আল নাসরের হয়ে প্রথম মাঠে নামেন রোনালদো। ৯০০ এর মাইলফলক স্পর্শ করায় এই ম্যাচে রোনালদোকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘৯০০’ লেখা একটি জার্সি। সেই জার্সি ধরে হাসি মুখে রোনালদোকে পোজ দিতেও দেখা যায় এ সময়। এ দিন রোনালদোর এই অর্জনকে উদ্যাপন করেছেন আল নাসরের সমর্থকেরাও। ৯০০ লেখা বিশালাকার তিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারা।
রোনালদোকে সম্মাননা দেওয়ার রাতটি অবশ্য আরেকটু হলে হতাশাতেই শেষ পারত আল নাসরের। আল আহলির বিপক্ষে এই ম্যাচে হারার পথেই ছিল তারা। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি।
এরপর গোলের সন্ধানে থেকে বারবার নিরাশ হচ্ছিলেন রোনালদোরা। তবে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে যোগ করা সময়ের ৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে কোনোরকমে হার এড়ায় আল নাসর। এই গোলটিই সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম হার থেকে বাঁচিয়ে দিয়েছে আল নাসরকে। ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।
গোল পেতে সংগ্রাম করতে হলেও ম্যাচজুড়ে অবশ্য দাপট ছিল আল নাসরেরই। ৫৯ শতাংশ বলের দখল রেখে ১৯টা শট নিয়ে ৪টা লক্ষ্যে রাখে আল নাসর। বিপরীতে আল আহলির ৬ শটের ৪টিই ছিল লক্ষ্যে। তবে আধিপত্যের এই পার্থক্যের পরও সমতাতেই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের পর প্রো লিগের টেবিলে ৬ নম্বরে আছে আল নাসর। তিন ম্যাচ খেলে তারা একটি জিতলেও ড্র করেছে অন্য দুই ম্যাচে।
ম্যাচ শেষে দলের হার না মানা মানসিকতাকেই সামনে এনেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে এক লাইনের ক্যাপশনে লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন।’
এমএসএম / জামান

লিটনের সর্বোচ্চ ছক্কার রেকর্ড, ব্যাট হাতে আরও যত কীর্তি

টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

শুধু ছয় মারলেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে: লিটন

‘বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে’

অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, ফিরছেন দেশে

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত
