পটিয়ায় যুবদল নেতার নেতৃত্বে জোরপূর্বক বাড়িঘর দখল-ভাংচুরের অভিযোগ

চট্টগ্রামের পটিয়া সদরের ৭নং ওয়ার্ডের মাজার রোডের খানাকা এলাকায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে পৌর যুবদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির বাউন্ডারি ভাংচুর করে ভেতরে ঢুকে বিভিন্ন প্রজাতির গাছপালা কর্তন, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় যুবদল নেতা শাহজাহানসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে পটিয়া থানায় নারগিস আকতার নামে এক নারী অভিযোগ করেছেন। এ সময় স্কুল-কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থীসহ বাদী নারগিস আকতার ব্যাপক মারধরের অভিযোগ করেন। বিষয়টি পটিয়া থানাকে অভিহিত করা হলে পটিয়া থানার এসআই আকরামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।
অভিযোগ রয়েছে, পটিয়া সদরের মাজার রোড এলাকায় একটি জায়গার মালিক আব্দুল মান্নান পারিবারিক ও ক্রয়সূত্রে মালিক। ওই জায়গাসংক্রান্ত বিরোধ নিয়ে উপজেলার কুচুইয়া ইউনিয়নের নন্না মিয়ার ছেলে জাহাঙ্গীর ও আলমগীর আইনগতভাবে হেরে যান। এর আগেও টাকার বিনিময়ে ভাড়াটিয়া লোকজন দিয়ে একাধিকবার জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। যুবদল নেতার জোরপূর্বক অবৈধভাবে বাড়িঘর দখলের ঘটনায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য প্রার্থী এনামুল হক এনামকেও লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে জায়গার মালিক আব্দুল মান্নান বলেন, আমি ও আমার পরিবার জন্মগতভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত। যুবদল নেতা শাহজাহান আমার জায়গা জোরপূর্বক টাকার বিনিময়ে দখল করে দিতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেয়া পটিয়া থানার মামলায় আমার নামও ঢুকিয়ে দেয়, যাতে সহজে আমার বাড়িঘর দখলে দিতে পারে। অথচ আমার ছোট ভাই আব্দুল মোনাফ পটিয়া পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক। বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় আমার ছোট ভাই আব্দুল মোনাফেকে ২০০৫ সালে আওয়ামী সন্ত্রাসীরা অপহরণের পর হত্যা করে। যুবদল নেতা শাহজাহানের বিষয়টি আমি বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে সব জায়গায় লিখিত অভিযোগ আকারে জানিয়েছি।
অভিযোগের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহানের সাথে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল বলে তিনি জানান।
এমএসএম / জামান

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত

গোবিন্দগঞ্জে মৎস্যজীবী লীগ নেতা এহেসান আলীর পদত্যাগ

নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চন্দনাইশের নতুন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমার যোগদান

কুষ্টিয়ার আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্দ্বীপে মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

ধামরাইয়ে ভূয়া এনএসআই সদস্য গ্রেপ্তার
