ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পানির নিচে খুবির হলগুলো, দুর্ভোগ চরমে


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৬-৯-২০২৪ দুপুর ২:৩

গতকাল রবিবার রাতে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা।তলিয়ে গেছে বিভিন্ন হল ও রাস্তাঘাট।এতে তীব্র ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থীরা।

নিম্নচাপের প্রভাবে গতকাল সারাদিন রাত ধরে চলতে থাকা বৃষ্টির পর আজ সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল এ সরেজমিনে এসে দেখা যায় তলিয়ে গেছে হলের পুরো নিচ তলা। পানি ঢুকেছে নিচতলার রুমগুলোতে। রাতে হঠাৎ রুমের ভিতর পানি ঢুকায় ভিজে গেছে বিভিন্ন মালামাল , বই খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।অকেজো হয়ে পড়েছে নিচ তলার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা।একই অবস্থা খান বাহাদুর আহসান উল্লাহ হল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের। রুমের ভিতর পানি না ঢুকলেও তলিয়ে গেছে নিচতলা।দেখা গেছে কক্ষে যাতে পানি প্রবেশ করতে না পারে সেজন্য দরজার সামনে মাটির তৈরি বাঁধ দিতে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন,"সকালে উঠেই দেখি পানিতে থৈ থৈ করছে চারদিকে।বাইরে রাখা জুতা গুলা ভাসিয়ে নিয়ে গেছে পানিতে।বই খাতা গুলো ভাসছে পানির উপর। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে বৈদ্যুতিক দুর্ঘটনার সম্ভবনা। দ্রুত যাতে অবস্থার উন্নতি হয় তার জন্য হল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।"

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন এবং রাস্তাঘাটের সামনে জমেছে প্রায় হাঁটুপানি।ডুবে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ।সামান্য বৃষ্টি হলেই ক্যাম্পাসে দেখা যায় এমন জলাবদ্ধতা।অনেকের ধারণা সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বা ভারী বৃষ্টিতেই পানির নিচে চলে যায় খুবি ক্যাম্পাস। সূত্র থেকে জানা যায়,ময়ূর নদের সংযোগ খালের নিষ্কাশন অংশ অবৈধভাবে দখল করে স্থায়ীভাবে দোকানসহ ঘরবাড়ি নির্মাণ করার ফলে পানি ভালো করে নিষ্কাশিত হওয়ার সুযোগ পায় না। অথচ ১৫-২০ বছর আগে এই সংযোগ খাল দিয়েই নিস্কাশিত হত ক্যাম্পাসের পুরো পানি। এই অব্যবস্থাপনার ফলে দেখা দিয়েছে দূষণ এবং জলাবদ্ধতার প্রবণতা।

এ বিষয়ে সকালের সময় খুবির সাময়িক দায়িত্বপ্রাপ্ত আর্থিক ও প্রশাসনিক প্রধান ড.রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি শিক্ষার্থীদের সাথে এসব বিষয়ে দ্রুত কথা বলার আশ্বাস দেন।

হলের পানি নিষ্কাশনের বিষয়ে খুবির খান জাহান আলী হলের ডেপুটি রেজিস্ট্রার সকালে সময়কে বলেন,"আমরা আপাতত মোটর দিয়ে হলের ভিতর আটকে থাকা পানি নিস্কাশন করছি এবং হলের চারপাশে যে ব্লকেজগুলো দিয়ে পানি চলাচল করে সেগুলো বন্ধ করা হয়েছে যাতে বাইরের পানি হলের ভিতর প্রবেশ করতে না পারে। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।"

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি