অর্থসহ কোরআন পাঠের ওপর জাবি অধ্যাপকের 'ওমরাহ পুরস্কার' ঘোষণা
সসম্পূর্ণ কোরআন অর্থসহ পাঠের ওপর ওমরাহ হজের পুরস্কার ঘোষণা করেছেন প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল্লা হেল বাকী। সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল্লা হেল বাকী বলেন, অন্ধকার যুগের পশুসুলভ জীবনাচার ও জুলুম, নিপীড়ন–নির্যাতনের সামাজিক অন্যায়-অবিচার ও অত্যাচারের তমসা থেকে মানবতাকে সভ্যতার আলোর দিকে এগিয়ে নিতে; তিনি ভোরের সমীরণপ্রবাহ সঙ্গে নিয়ে, প্রভাত রবির রঙিন আলোয়, সকালের সূর্যের হাসি হয়ে উষার আকাশে উদিত হলেন মুক্তির দূতরূপে। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সা.) জীবন জুড়েই আমাদের জন্য রেখে গেছেন শিক্ষা।
পুরস্কার ঘোষণা দিয়ে তিনি বলেন, কোন শিক্ষার্থী যদি সম্পূর্ণ কোরআন অর্থসহ সম্পন্ন করেন, তিনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি তার পরীক্ষা নিবো। পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেলে তাকে পুরস্কারস্বরুপ ওমরাহ হজ্বের ব্যবস্থা করবো।
এসময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, হয়রত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। মানুষ ভুলের উর্ধ্বে নয়। রাসূল (সা.) জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাবো। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় পেয়েছি তা আমাদের রক্ষা করতে হবে। কেউ ভিন্ন মত পোষণের কারণে যদি অনিরাপদ হয়ে যায় তাহলে আমাদের এ বিজয় অর্থহীন।
এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হযরত মোহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, শিক্ষা, ইসলামে শান্তি, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান মুকুল, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ড. মাহমুদুল হাসান ইউসুফ, বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী ও সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা
জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের