ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

অর্থসহ কোরআন পাঠের ওপর জাবি অধ্যাপকের 'ওমরাহ পুরস্কার' ঘোষণা


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১৬-৯-২০২৪ বিকাল ৫:৫২

সসম্পূর্ণ কোরআন অর্থসহ পাঠের ওপর ওমরাহ হজের পুরস্কার ঘোষণা করেছেন প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল্লা হেল বাকী। সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল্লা হেল বাকী বলেন, অন্ধকার যুগের পশুসুলভ জীবনাচার ও জুলুম, নিপীড়ন–নির্যাতনের সামাজিক অন্যায়-অবিচার ও অত্যাচারের তমসা থেকে মানবতাকে সভ্যতার আলোর দিকে এগিয়ে নিতে; তিনি ভোরের সমীরণপ্রবাহ সঙ্গে নিয়ে, প্রভাত রবির রঙিন আলোয়, সকালের সূর্যের হাসি হয়ে উষার আকাশে উদিত হলেন মুক্তির দূতরূপে। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সা.) জীবন জুড়েই আমাদের জন্য রেখে গেছেন শিক্ষা। 

পুরস্কার ঘোষণা দিয়ে তিনি বলেন, কোন শিক্ষার্থী যদি সম্পূর্ণ কোরআন অর্থসহ সম্পন্ন করেন, তিনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি তার পরীক্ষা নিবো। পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেলে তাকে পুরস্কারস্বরুপ ওমরাহ হজ্বের ব্যবস্থা করবো। 

এসময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, হয়রত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। মানুষ ভুলের উর্ধ্বে নয়। রাসূল (সা.) জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাবো। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় পেয়েছি তা আমাদের রক্ষা করতে হবে। কেউ ভিন্ন মত পোষণের কারণে যদি অনিরাপদ হয়ে যায় তাহলে আমাদের এ বিজয় অর্থহীন। 

এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হযরত মোহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, শিক্ষা, ইসলামে শান্তি, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান মুকুল, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ড. মাহমুদুল হাসান ইউসুফ, বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী ও সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

আছিয়ার স্বরণে জবিতে গায়েবানা জানাজা

কটকা ট্রাজেডির ২১ বছর

জবিতে মাহে রমজানের শিক্ষা বিষয়ক সেমিনার

জবিস্থ সিরাজগঞ্জ জেলা কল্যাণের নেতৃত্বে সাম্য ও ইয়াছিন

ঢাকা মহানগর বিএনপির ইফতার বিতরণে শেকৃবি উপাচার্য যোগদান নিয়ে বিতর্ক

বিদেশগামী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথিকৃৎ ‘লেক্সিকন’

শাহবাগীদের বিচার না হলে লড়াই চলবেঃ জাবি শিক্ষার্থীরা

বাঙলা কলেজ ছাত্রদলের হাতে আটক দুই ছিনতাইকারী

খুবির জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ

জবির সি ইউনিটের ফল প্রকাশ আগামী ২০ মার্চ

‎১৬ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ