ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

গুরুদাসপুরে শিক্ষককে কুপিয়ে জখম


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৪ বিকাল ৬:৩৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরে রফিকুল ইসলাম (৪২) নামে এক শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিবাদী শহিদুল ইসলাম, আব্দুল ওহাবসহ তাদের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়ি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম গুরুদাসপুর উপজেলার পোয়ালশুড়া দড়িপারা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি জ্ঞ্যানগৃহ কোচিং সেন্টারের পরিচালক। এ ঘটনায় রফিকুলের স্ত্রী নুসরত সুলতানা বাদী হয়ে শহিদুল, আব্দুল ওহাবসহ ৮ জনকে অভিযুক্ত করে রবিবার রাতেই গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে খেলার সময় বিবাদী মজনু প্রামাণিকের ছেলে জিহাদের সাথে রফিকুল ইসলামের ছেলে রাফিউলের ঝগড়া-বিবাদ হয়। খেলার মাঠেই তা সমাধান করে দেন স্থানীয়রা। ওই বিষয়ের জের ধরে রবিবার সকালে অভিভাবকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে জনৈক আয়নালের চায়ের দোকানে চা খাচ্ছিলেন রফিকুল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে শহিদুল, আব্দুল ওহাব তাদের বাহিনীসহ দেশীয় অস্ত্র নিয়ে রফিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় আব্দুল ওহাব ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপালে মাথায় জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল।

রফিকুলের ডাক-চিৎকারে স্থানীয় জিয়াউর রহমান ওরফে জিয়া এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে রফিকুলকে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসী বাহিনী। স্থানীয়রা গুরুত্বর জখম অবস্থায় রফিকুল ও আহত জিয়াকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই সময় বাড়িতে কেউ না থাকায় ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে বিবাদী শহিদুল ইসলাম ১ লাখ ২০ হাজার টাকা এবং আব্দুল ওহাব ও মুনকার ১ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

আহত শিক্ষক রফিকুল ইসলাম বলেন, খেলার সময় আমার ছেলের সাথে মজনুর ছেলের ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি খেলার মাঠেই মীমাংসা করে দেয়া হয়। রবিবার দুপুরে চায়ের দাকানে চা খাচ্ছিলাম। হঠাৎ শহিদুল, মজনুসহ তাদের লোকজন আমার ওপর হামলা চালায়। আমি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।

আহত জিয়াউর রহমান বলেন, তিনি বাড়ির পাশেই দাঁড়িয়েছিলেন। রফিকুল চায়ের দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ ওহাব তার লোকজন নিয়ে রফিকুলের ওপর হামলা চালায়। আমি ধরতে গেলে তারা আমাকেও মারপিট করে। আমি এর সঠিক বিচার দাবি করছি।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন জাহান লুনা বলেন, রবিবার দুপুরে রক্তাক্ত অবস্থায় রফিকুল ইসলাম নামে এক রোগী হাসপাতালে আসেন। তার মাথায় দুটি আঘাত রয়েছে। সেলাই দেয়া হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা