ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত হওয়ার পাশাপাশি যাত্রী হয়রানি বন্ধও জরুরি


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ২:৮

চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা সীমান্তবর্তী শঙ্খ নদীর উপর ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক, সামাজিক, মানবাধিকার, রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ আন্দোলন, সংগ্রাম, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন।

সেতু টোলমুক্ত করার পাশাপাশি গাড়িচালকদের জিম্মিদশা ও হয়রানি থেকে যাত্রীদের মুক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও স্যোসাল মিডিয়াজুড়ে দাবির ঝড় তুলেছে দেশ-বিদেশে অবস্থানরত বাঁশখালী, আনোয়ারা ও পার্শ্ববর্তী উপজেলার রেমিট্যান্স যোদ্ধারাসহ সর্বমহল।

চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী, পেকুয়া সংযোগ আঞ্চলিক মহাসড়কে যাত্রী হয়রানির বিষয়টি নতুন নয়। যাত্রীদের জিম্মি করে আদায় করা হয় স্বাভাবিকের তুলনায় তিনগুণের অতিরিক্ত ভাড়া। বাঁশখালীর প্রেমবাজার, নাপোড়া, চাম্বল বাজার, টাইমবাজার, উপজেলা সদর, মিয়ার বাজার, বৈলছড়ী, গুনাগরী, বাণীগ্রাম, চাঁদপুরসহ প্রধান সড়কের বিভিন্ন সিএনজি স্টেশন গুলোতে থাকা সিএনজি চালকরদের হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়ে  যাত্রীরা।

তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত করার দাবি যেমন দীর্ঘদিনের, তেমনি ভাবে যাত্রী হয়রানি বন্ধের দাবিও দেড় যুগের কম নয়। সেতুটি টোলমুক্ত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় প্রবণতা ও যাত্রী হয়রানি বন্ধ করতেও জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছেন সর্বমহলের মানুষ।

টোলমুক্ত করতে জনসাধারণের পক্ষে সাম্প্রতিকে রিট মামলা করেন আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, তৎকালীন ক্ষমতাসীন দলের নানা প্রভাবে টোলমুক্ত হয়নি তৈলারদ্বীপ সেতু। নির্মাণ পরবর্তী তিন বছরে সেতুটির নির্মাণ খরচ উঠলেও ইজারা তথা টেন্ডার প্রক্রিয়ানীতি অনুসরণ করে দীর্ঘ ১৭ বছর যাবৎ যথারীতিতে চালু রাখা হয়েছিল এসেতুর টোল।

গত জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র-জনতার দীর্ঘ একমাসের তুমুল আন্দোলনে তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট তৎকালীন আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়, দেশ-বিদেশে আত্মগোপনে চলে যায় ৩শ আসনের এমপি -মন্ত্রী ছাড়াও প্রতিটি জেলা -উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে ওইদিন বিকেলেই তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত ঘোষণা করে উৎসুক জনতা। তবে তা আইনানুগ প্রক্রিয়ায় নয়। তৎপরবর্তীতে সেতুটি আইনানুগ ভাবে স্থায়ী টোলমুক্ত করতে সরকারী বিভিন্ন দপ্তরে অনুলিপি, গণস্বাক্ষর, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। টোলমুক্ত করতে স্যোশাল মিডিয়াজুড়েও দাবি জানিয়ে আসছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আইনানুগ ভাবে না হলেও আওয়ামী সরকার পতনের পরপরই এসেতু টোলমুক্ত ঘোষণা করছে উৎসুক জনতা। তারই ধারাবাহিকতায় অদ্যবদি পর্যন্ত বন্ধ রয়েছে টোল উত্তোলন কর্যক্রম।

তবে এ সড়কে সিএনজি চালিত অটোরিকশা, এস আলম সার্ভিস, সুপার ও বাঁশখালী স্পেশাল সার্ভিসসহ যাত্রীবাহী গাড়ির চালকরা নানা অযুহাতে দীর্ঘদিন ধরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার অন্তত একসপ্তাহ আগে থেকেই স্বাভাবিকের তুলনায় তিন গুণের বেশি ভাড়া আদায় করে থাকে, দুই ঈদের অন্তত ১৫ দিন পরেও সিএনজি চালকদের হয়রানি থেকে মুক্তি পায়না যাত্রীরা। তাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই অসদাচরণ, মারধর ও লাঞ্ছনার শিকার হতে হয় যাত্রীমহলকে। পুরো বছরজুড়ে একই ভাবে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল ট্রাক, মিনি ট্রাক, টলিসহ পন্যবাহী গাড়ী চালকরাও।

এছাড়াও প্রতি বৃহস্পতি-শুক্রবার আসলেই সিএনজি চালকদের হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়ে সাধারণ মানুষ। তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত করার দাবির অনেক আগে থেকেই যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়ে আসছিল বাঁশখালীর সর্বমহলের মানুষ।

৫ আগস্ট আওয়ামী সরকার পতনের উৎসুক জনতা তৈলারদ্বীপ সেতুকে টোলমুক্ত ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও স্যোশাল মিডিয়াজুড়ে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, সামাজিক, মানবিক, ছাত্র সংগঠন ও রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়কে চালকদের জিম্মিদশা থেকে যাত্রীদের মুক্ত করার জোরালো দাবি জানিয়ে আসছে।

বিশিষ্টজনদের মতে তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত করলে শুধুমাত্র বিভিন্ন গাড়ীর মালিক ও চালকরাই সুবিধা পাবে, আর সড়কে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় প্রবণতা বন্ধ করলে হয়রানিমুক্ত হবে বাঁশখালী ও পার্শ্ববর্তী উপজেলার সর্বমহলের মানুষ। তাই তৈলারদ্বীপ সেতু স্থায়ীভাবে টোলমুক্ত হওয়ার পাশাপাশি পরিবহন নৈরাজ্য ও অতিথি ভাড়া আদায় প্রবণতাও বন্ধ করার দাবি জানিয়েছে সর্বমহলের মানুষ।

এমএসএম / জামান

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি