অভয়নগরে আড়াই হাজার পানিবন্দি মানুষের মাঝে বিএনপি নেতার রান্না করা খাবার বিতরণ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আড়াই হাজার পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির সহযোগিতায় পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশা কিছুটা লাঘোবে এই খাবার বিতরণ করা হয়।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি জানান, গত তিন দিনের টানা বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে শত শত পরিবার। পানি প্রবেশ করে বসতবাড়িসহ রান্নাঘর, গোয়ালঘরে। রাস্তাঘাট ও বাড়ির উঠান পানিতে থই থই করছে। বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। রান্নাঘরে পানি উঠে যাওয়ায় রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না। পরিবারের মহিলা ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছে শত শত পরিবার। আর্থিক সঙ্গতি থাকা সত্বেও এক রকম না খেয়ে দিন পার করতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে বেশি বিপাকে পড়েছে ওইসব পানিবন্দি মানুষ। এমন পরিস্থিতিতে বাজারঘাট করে সারারাত জেগে বাবুর্চি দিয়ে রান্না করিয়েছি। পরে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পৌরসভার ৯টি ওয়ার্ড ও আশপাশের ইউনিয়নের পানিবন্দি মানুষের বাড়িতে বাড়িতে রান্না করা খাবার নিয়ে উপস্থিত হয়।
এ সময় পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেনের দায়িত্বে ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ওই সব এলাকার পানিবন্দি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করা খাবার পৌছে দেো হয়। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পানিবন্দি পরিবারের নিকট আমি নিজে রান্না করা খাবার নিয়ে উপস্থিত হই। এ সময় আমার সাথে সহযোগিতা করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির রায়হান ও সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনসহ ওই এলাকার নেতৃবৃন্দ।
এছাড়া তালতলা-রাজঘাট এলাকায় আকরাম কোরাইশি পাপ্পু, রাজু আহমেদ ও সুমন হোসেনসহ ওই এলাকার নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের মাঝে খাবার পৌছে দেন। পায়রা ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি মানুষের মাঝে তরফদার সজলসহ ওই এলাকার নেতৃবৃন্দ রান্না করা খাবার পৌঁছে দেন। এমন করে প্রায় আড়াই হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
পায়রা ইউনিয়নে রান্না করা খাবার বিতরণকারী তরফদার সজল জানান, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির সহযোগিতায় পৌরসভার পাশাপাশি আমরা ইউনিয়নবাসীর কাছেও রান্না করা খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছি। মানুষ মানুষের জন্য- তার এমন উদাহরণ দেখিয়েছেন আসাদুজ্জামান জনি। এতে পানিবন্দি মানুষ জনির জন্য অনেক দোয়া করেছেন এবং তার এই সহযোগিতা যেন অব্যাহত থাকে সে দাবি জানিয়েছেন।
৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন জানান, নওয়াপাড়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে না থাকায় এবং ড্রেনগুলো যথাসময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কার না করায় এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। পৌরসভার দীর্ঘদিনের অবহেলিত কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন না করলে এভাবে পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাতে হবে। তাই দ্রুততম সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।
এছাড়া আপনারা জানেন এই ৬নং ওয়ার্ডের মধ্যে একটি সরকারি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসে। অথচ হাসপাতালজুড়ে হাঁটুপানি। এটা নতুন নয়। দীর্ঘদিন যাবৎ এই অবস্থার সৃষ্টি হয়ে রয়েছে। বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। কিন্তু পৌর মেয়র ও ওই ওয়ার্ডের কাউন্সিলরের যেন নজরেই আসেনি। এই সমস্যা সমাধান করতে হলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সম্ভব নয়। তাই অতিদ্রুত পৌরসভার এই ভোট ডাকাতির মাধ্যমে গড়ে ওঠা মেয়র-কাউন্সিলরদের বাতিল করে পুনরায় নির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি নির্বাচন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
এমএসএম / জামান

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়
