কালিয়াকৈরে করোনার দ্বিতীয় ডোজ দেয়ার পর দেড় শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের মৌচাকে একটি পোশাক কারখানায় করোনা ভ্যাকসিন নেয়ার পর দেড় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে গাজীপুরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক নীট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়। টিকা দেয়ার ৫ মিনিট পর থেকেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়।
সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে অসুস্থ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, শ্রমিকরা অসুস্থ হওয়ার পর থেকে সাময়িকভাবে জন্য কারখানাটি বন্ধ রাখা হয়। অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এমএসএম / জামান