তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান মালামালসহ চোরাকারবারি আটক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা বিপুল পরিমাণ তামার তার ও যন্ত্রপাতিসহ এক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। আটক ব্যক্তির নাম মো. আল-আমিন (৩৪)। তিনি মোংলা উপজেলার দিগরাজ গ্রামের মাজেদ সরদারের ছেলে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিগরাজের বাঁশবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ আল-আমিনকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধীন বিসিজি বেইস মোংলার একটি আভিযানিক দল বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ বাঁশবাজারসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা করে। অভিযান পরিচালনা করে রামপাল পাওয়ার প্লান্ট হতে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তার, স্টেইনলেস স্টিল ও লোহার বারসহ মো. আল আমিন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে দিগরাজ বাজারে দুটি ও দিগরাজ বাজারসংলগ্ন আপা বাড়ি নামক স্থানের একটি গুদাম থেকে চোরাইকৃত বিপুল পরিমাণ এসএস পাইপ ও লোহার বার উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা বিপুল পরিমাণ তামার তার ও যন্ত্রপাতিসহ এক চোরাকারবারিকে আটক করে কোস্টগার্ড। এ বিষয়ে একটি মামলা হয়েছে (মামলা নং ৯)। মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
T.A.S / জামান