২০০ পেরোল ভারত, ভয় ধরাচ্ছেন অশ্বিন-জাদেজা
চেন্নাইয়ে স্বাগতিক ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর ১৪৪ রানে তুলে নিয়েছিল ৬ উইকেট। পেয়ে গিয়েছিল ভারতের লেজের দেখা। তবে সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। এই দুই ব্যাটারে দলীয় রান ২০০ পেরিয়েছে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২০৮ রান। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটির পথে রয়েছেন অশ্বিন।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরান হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। ১৯ বলে ৬ রান করেন রোহিত। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।
পরের ওভারে এসে সাজঘরের পথ ধরান শুভমান গিলকে। ৮ বলে শূন্য রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। খানিক পর বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। হাসানের বল বুঝতে না পেরে ৬ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সময়ের তারকা ব্যাটার কোহলি। তাতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় ভারত। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৮৮ রানে প্রথম সেশন শেষ করে ভারত।
দ্বিতীয় সেশনে আরও তিনটি উইকেট হারায় ভারত। হাসান মাহমুদের সঙ্গে উইকেট তোলায় যোগ দেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। তাতে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে ভারত। শঙ্কা জাগে ২০০ এর নিচে অলআউট হওয়ার। তবে সেই শঙ্কা বেশ দক্ষতার সঙ্গেই দূর করেছেন অশ্বিন-জাদেজা জুটি।
T.A.S / T.A.S
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা