ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

এক দিনেই পড়ল ১৭ উইকেট, রোহিত-কোহলিদের ফিরিয়েও চাপে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৪ বিকাল ৬:২

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনটি ছিল বোলারদের। এক দিনেই পড়েছে ১৭ উইকেট। এর মধ্যে বাংলাদেশ একবার অলআউট হয়ে গেছে। মাত্র ১৪৯ রানে। ফলে দ্বিতীয় ইনিংসে ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফিরিয়েও স্বস্তিতে নেই টাইগাররা।

৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। স্বাগতিক দল এখন এগিয়ে ৩০৮ রানে। শুভমান গিল ৩৩ আর রিশাভ পান্ত ১২ রানে অপরাজিত আছেন।বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেওয়ায় প্রথম ইনিংসে ২২৭ রানের বড় ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তারা হারিয়েছে জশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা আর বিরাট কোহলিকে।

রোহিতকে (৫) স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান তাসকিন। নাহিদ রানার গতিতে পরাস্ত হয়ে উইকেটরক্ষকের গ্লাভসে বল জমা দেন জয়সওয়াল (১০)। আর দিনের শেষদিকে এসে বিরাট কোহলিকে (১৭) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।

কোহলির প্যাডে বল লাগলে আম্পায়ার আউট দেন। কোহলি রিভিউ নিতে চাইলেও অপরপ্রান্তে থাকা শুভমান গিল নিষেধ করেন। পরে দেখা যায়, বল হালকা করে কোহলির ব্যাটে স্পর্শ করে লেগেছে প্যাডে। ততক্ষণে কোহলি ড্রেসিংরুমে ফিরে গেছেন।

এর আগে চরম ব্যাটিং ব্যর্থতায় ৪৭.১ ওভারেই ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানে এগিয়ে থেকেও টাইগারদের ফলোঅন করায়নি ভারত।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান ইসলাম।এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির। ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও (১ বলে ০)। তবে আকাশ দিপকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম। ৩ উইকেটে ২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর নেমেই আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (৩০ বলে ২০)। পরের ওভারেই ১৪ বলে ৮ রান করে বুমরাহের বলে স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি করেন সাকিব ও লিটন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে লেগসাইডে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিটন। ৪২ বলে ২২ রান করে ফেরত যান ডানহাতি ব্যাটার। এতে জুটি ভাঙে বাংলাদেশের।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সাকিবকেও আউট করেন জাদেজা। ভারতীয় স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল বুটে লেগে উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে জমা হয়। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩২ রান (৬৪ বলে) করে ফেরত যান সাকিব।

এরপর বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ হন হাসান মাহমুদ (২২ বলে ৯)। তাসকিন আহমেদ আর নাহিদ রানা করেন ১১ রান করে। ২৭ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। এরপর বাকি ৪ উইকেটের বিনিময়ে ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।

এমএসএম / জামান

টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

শুধু ছয় মারলেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে: লিটন

‘বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে’

অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, ফিরছেন দেশে

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত