ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সাকিব-লিটনকে দোষ দিতে নারাজ বাশার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ১০:৪১

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসান ও লিটন দাসের আউট নিয়ে অনেক ক্রিকেটভ্ক্ত প্রশ্ন তুলেছেন। তোলাও স্বাভাবিক। কারণ, সাকিব আর লিটন যেভাবে আউট হয়েছিলেন সেটি তাদের কাছে ছিল অপ্রত্যাশিত।

ভক্তদের আরও এক সমালোচনা হলো- ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার বলে লিটন-সাকিব আউট হওয়ার কারণেই এক তাড়াতাড়ি (১৪৯ রানে) গুটিয়ে গেছে বাংলাদেশ।

সমর্থকদের আক্ষেপ, কঠিন বিপদে পড়ে লিটন ও সাকিবের হাত ধরেই উঠে দাঁড়ানোর সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। ৪০ রানে ৫ উইকেটের পতনের পর ষষ্ঠ উইকেটে দুই ব্যাটার ধীরে-ধীরে ইনিংসকে মেরামত করার পথে খানিকটা এগিয়েও গিয়েছিলেন।

একটা সময় মনে হচ্ছিল, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর যেভাবে লিটন আর মেহেদী হাসান মিরাজ শক্ত হাতে হাল ধরেছিলেন, চেন্নাইতেও ঠিক সেই কাজ করতে যাচ্ছেন লিটন ও সাকিব।

কিন্তু না। জুটিতে ৫১ রান যোগ হওয়ার পর পরই আউট হয়ে গেলেন লিটন। রবীন্দ্র জাদেজার বলে সুইপ করতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটার। ডিপ মিড-উইকেটে একজন ফিল্ডার ওঁৎ পেতে থাকার পরও ওই শট খেলাকে সবাই অদূরদর্শী ও চরম দায়িত্বজ্ঞানহীন কাজ বলে মনে করছেন।

একই ভুল করেছেন সাকিবও। লিটন করেছিলেন সুইপ। সাকিব আরও ঝুঁকি নিয়ে রিভার্স-সুইপ খেলতে গিয়ে ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন।

ওই দুটি অপ্রয়োজনীয় ও ওয়ানডে -টি টোয়েন্টি ধারার শটই বাংলাদেশের ফলোঅন এড়ানোর পথ রুদ্ধ হয়েছে, এমন মতামতই অনেক ভক্তের।

তবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের বিচার-বিশ্লেষণ অন্যরকম। শুধু লিটন ও সাকিবের ওপরই সব দোষ চাপাতে নারাজ তিনি।

হাবিবুল বাশার সুমন মনে করেন, আসল সর্বনাশ হয়েছে ৪০ রানে ৫ উইকেট পতনের সময়ই। লিটন ও সাকিবের ভুল শটের কারণেই যে বাংলাদেশ ব্যাকফুটে চলে গেছে, ব্যাপারটা তেমন নয়।

বাশারের ব্যাখ্যা, ‘শুধু সাকিব আর লিটনকে দায়ী করা উচিত হবে না। তার আগে চার টপঅর্ডা রান করেননি। কারো নাম ধরে বলতে চাই না। আমাদের টপ ও মিডলঅর্ডার রান করেনি, সেটাই বড় ধাক্কা। এজন্যই ব্যাটিংয়ের এই করুণ দশা। পুরো ব্যাটিং অর্ডারই ব্যর্থ। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

সাবেক টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের লক্ষ্য ৪০০’র নিচে হলে সুযোগ থাকতো। মানে সাড়ে তিনশোর আশেপাশে থাকলেও হয়তো একটা প্র্যাকটিক্যাল সুযোগ থাকতো। কিন্তু লক্ষ্য ৪০০’র বেশি হয়ে গেলে চতুর্থ ইনিংসে এই উইকেটে সে লক্ষ্যের পিছু ধেয়ে কিছু করা হবে অসম্ভব ব্যাপার।’

এমএসএম / এমএসএম

টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

শুধু ছয় মারলেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে: লিটন

‘বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে’

অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, ফিরছেন দেশে

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত