ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

৪ নারীকে ধর্ষণের অভিযোগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডিকে বহিষ্কার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ১১:৪১

ধর্ষণের অভিযোগে বেঞ্জামিন মেন্ডিকে বহিষ্কার করেছে ম্যানচেস্টার সিটি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলারের বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ এনেছে চেশায়ার কনস্টাবুলারি। বর্তমানে ২৭ বছর বয়সী এই ফুটবলার পুলিশি হেফাজতে আছেন। বিষয়টি তদন্তের অপেক্ষায় থাকলেও অভিযুক্ত হওয়ায় গত বৃহস্পতিবার মেন্ডিকে বহিষ্কার করেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেন্ডির বিষয়টি এখন আইনি প্রক্রিয়াধীন, প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে আর মন্তব্য করবে না।

১৬ বছরের বেশি বয়স, এমন তিনজন নারী মেন্ডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের আগস্টের মধ্যে এই ঘটনা ঘটেছে। মেন্ডিকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে, আজ (শুক্রবার) তাকে চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

একাধিক সংবাদ মাধ্যমের খবর, ম্যানসিটির আরও পাঁচজন ফুটবলার এর সঙ্গে জড়িত। ঘটনায় নাম উঠে এসেছে সদ্য সিটিতে যোগ দেওয়া ফুটবলার জ্যাক গ্রিলিশের। তবে ক্লাব বা ফুটবলার, এ বিষয়ে সবাই নিশ্চুপ।

ফ্রান্সের হয়ে ১০ ম্যাচ খেলা মেন্ডি ২০১৮ সালে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। তার আগে ২০১৭ সালে ফ্রান্সের ক্লাব মোনাকো থেকে সিটিতে যোগ দেন মেন্ডি। ক্লাবের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং দুটি ইংলিশ লিগ কাপ জিতেছেন। চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে প্রথম ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে খেলেছেন। তবে পরের ম্যাচে তাকে দেখা যায়নি।

ফ্রান্সের ডিফেন্ডারের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে চেশায়ার কনস্টাবুলারি। ১৬ বছর বয়সী তিনজন নারী মেন্ডির বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত চারটি ধর্ষণ ও একটি নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে মেন্ডির বিরুদ্ধে। পুরো বিষয়টি এখনও তদন্তাধীন থাকলেও পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগপর্যন্ত মেন্ডিকে বহিষ্কার করেছে ম্যানচেস্টার সিটি। আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা। এর আগে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না ম্যান সিটি।

একটি বিবৃতিতে চেশায়ার কনস্টাবুলারি জানিয়েছে, ২৭ বছর বয়সী মেন্ডির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো ১৬ বছরের বেশি বয়সী তিনজন অভিযোগকারীর সাথে সম্পর্কিত এবং এগুলো করা হয়েছে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে।

জামান / জামান

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা