বাঁশখালী কালীপুরের তিন বাজারে অতিরিক্ত ইজারা আদায়ে অতিষ্ঠ ব্যবসায়ীরা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী বাজার, রামদাস মুন্সির হাট, সদর আমিন হাটসহ তিনটি হাট-বাজারে দীর্ঘদিন ধরে ইজারাদার কতৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত ইজারা আদায় করে আসছিল মর্মে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, উপজেলার কালীপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ ন ম শাহাদাত আলম এবং তার ছোট ভাই দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদ আলম প্রভাব খাটিয়ে দলীয় লোকজন দিয়ে বীরদর্পে ব্যবসায়ীদের গলাটিপে অতিরিক্ত ইজারা আদায় করে আসছিল।
সদর আমিন হাট, রামদাস মুন্সির হাট ও গুনাগরী বাজারসহ এই তিনটি হাট-বাজারের ইজারা দায়িত্ব প্রায় আড়াই বছর যাবত আওয়ামী নেতাদের কব্জায় থেকে যাওয়াতে সরকার নির্ধারিত মূল্য তালিকার কোনো তোয়াক্কাই করেনা তারা।ব্যবসায়ীদের এমন অভিযোগ নতুন নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর আমলে এই সংক্রান্তে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ইজাদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেননি প্রশাসন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে যুবলীগ নেতা ফরহাদ আলম ও তার বড় ভাই চেয়ারম্যান শাহাদাত আলম এবং তার ছোট ভাই সৌরভসহ তিনজনই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেলেও তাদের দুই সেকেন্ড ইন কমান্ড ( হারুন রশিদ ও মোস্তাফিজর রহমান) এর নেতৃত্বে তাদের সিন্ডিকেট সদস্যরা ওই তিন হাট- বাজারে পূর্বের ন্যায় অতিরিক্ত ইজারা আদায় করে যাচ্ছে। ব্যবসায়ীদের কেউ তাদের অনিয়মের প্রতিবাদ করলেই শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয় ব্যবসায়ীরা। এমন অভিযোগ করছে ভুক্তভোগীরা।
সরেজমিনে গুনাগরী মাছ বাজার পরিদর্শনকালে মাছ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, মাছের ছোট ড্রাম প্রতি ৬শ-৭শ টাকা, বড় ড্রাম প্রতি ৯শ থেকে ১১শ টাকার বেশি তাদের কাছ থেকে দৈনিক ইজারা আদায় করে থাকেন।তাও আবার ইলিশ, লইট্টা, চিংড়ি ও দেশীয় মাছে আলাদা করে আদায় করে থাকে। সরকার নির্ধারিত কোন ধরনের মূল্য তালিকা ছাড়াই আদায় করা হয় এই ইজারা। এছাড়াও বিদ্যুৎ বিল হিসেবে প্রতি বাল্বে দৈনিক ৮০ -১০০ টাকা করে আদায় করা হলেও দেখার কেউ নেই। রামদাস মুন্সির হাট ছাগল বাজারে ইজারা ছাড়াও প্রতি ছাগলে ১শ টাকা করে দিতে তেরপাল ভাড়া এবং হাঁস-মুরগির বাজার থেকে আদায় করা হয় অতিরিক্ত ইজারা। অতিরিক্ত ইজারা আদায়কে কেন্দ্র করে ইজারাদার এবং ব্যবসায়ীদের মধ্যে যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।
এবিষয়ে জানতে ইজারা আদায়কারী মোঃ হারুন রশীদ ও মোস্তাফিজুর রহমান ইজারা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, রামদাশ মুন্সির হাট মাছের বাজার চেয়ারম্যানের কাছ থেকে ১৭ লাখ টাকা দিয়ে একবছরের জন্য নিয়েছি, গুনাগরী বাজার এবং সদর আমিন হাট আমাদের ফরমে ইজারা নিয়েছি, সরকার নির্ধারিত কোনো ধরনের মূল্য তালিকা আমাদের দেয়নাই। বিষয়টি ইউএনওকে বলেছিলাম। তবুও কোনো তালিকা দেননি ইউএনও বাঁশখালীর সহকারী নুরুল হুদা।
সরকার নির্ধারিত মূল্য তালিকা না দেয়ার কারণে ইউএনওর সহকারী নুরুল হুদার পরামর্শ অনুযায়ী সমন্বয় করে ইজারা আদায় করছে বলে জানান তারা। এসময় তারা আরো বলেন, সদর আমিন হাট তাদের ইজারাভুক্ত হলেও নুরুল আজিম এবং আনোয়ার হোসেন নামে দুই দোকানদার প্রায় সাত মাস যাবৎ কোন ধরনের ইজারা দেয়নাই বলেও অভিযোগ করেন তারা। এসংক্রান্তে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
T.A.S / T.A.S
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক