৭২ ঘণ্টা মৃত্যুশূন্য চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে গত তিন দিনে কোনো মৃত্যু ঘটেনি। ৭২ ঘণ্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনা সংক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মৃত্যুশূন্য বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিন পর গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মৃত্যুশূন্য দেখল চুয়াডাঙ্গাবাসী। এ সময় নতুন করে ১২৪ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বৃহস্পতিবার রাতে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিন ৩১ জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৮২জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬জন, দামুড়হুদা উপজেলার ২ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছেন। আক্রান্তের হার ৭ দশমিক ২৫ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৩১ জনে।
বর্তমানে চুয়াডাঙ্গায় ১৮৬জন ও চিকিৎসাধীন অবস্থায় জেলার বাইরে রয়েছেন ২০ জনসহ মোট মৃত্যু২০৬ জন। চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ৫৪৩। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৫ হাজার ৫১৯ জন এবং হাসপাতালে ২৪ জন।
জামান / জামান