মেসি-নেইমারের সঙ্গে জুটি গড়া হচ্ছে না রোনালদোর
রোনালদো জুভেন্টাস ছাড়তে চান- খবরটা পুরনো। কিন্তু যাবেন কোথায়? গুঞ্জন ওঠে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে দলে ভিড়াতে আগ্রহী প্যারিস সেন্ত জার্মেই। সেই গুঞ্জনের পালে হাওয়া জোরে লাগে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দিসকে প্যারিসে দেখতে পাওয়ায়। অমনি দুয়ে দুয়ে চার মিলিয়ে রোনালদোর পিএসজি-যাত্রার খবরে তোলপাড় ইউরোপিয়ান মিডিয়া। যদিও সব আলোচনায় জল ঢেলে দিয়েছেন ফরাসি ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি।
পিএসজি প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনালদোর জন্য তাদের দরজা বন্ধ। লিওনেল মেসির সঙ্গে রোনালদোর জুটি গড়ায় যে আলোচনা চলছিল, তা উড়িয়ে দিয়ে বর্তমান স্কোয়াডেই আস্থা রাখছেন তিনি। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কেও জানিয়েছেন খেলাইফি।
ফুটবল বিশ্বকে অবাক করে গ্রীষ্মের দলবদলে মেসিকে দলে নিয়েছে পিএসজি। রোনালদো তুরিন ছাড়তে চাওয়ায় সময়ের দুই সেরা খেলোয়াড়ের একই জার্সিতে মাঠ মাতানোর সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে, রোনালদোর এজেন্ট প্যারিসে যাওয়ায় গুঞ্জনের ভিত শক্ত হয়। যদিও চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে পিএসজি প্রধান জানিয়েছেন, রোনালদোর সঙ্গে কোনও আলোচনা হচ্ছে না তাদের।
খেলাইফি বলেছেন, রোনালদো? আমরা তার সঙ্গে (চুক্তির বিষয়ে) কোনও কথা বলছি না। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষার সামনে পিএসজি। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ এই ক্লাবটিকে ঘিরেও চলছে গুঞ্জন- রোনালদো নাকি যাচ্ছেন ম্যানসিটিতে।
এই গ্রুপে বাকি দুই দল আরবি লাইপজিগ ও ক্লাব ব্রুজ। ড্র প্রসঙ্গে খেলাইফি বলেছেন, চ্যাম্পিয়নস লিগের ড্র, এটা সবসময় উচ্চ পর্যায়ের ও সেরা প্রতিযোগিতা। ম্যানচেস্টার সিটি? তারা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। শীর্ষ দল। তবে আমরা এই ম্যাচের জন্য প্রস্তুত।
দলবদলের বাজারে এখন সবচেয়ে বেশি আলোচনা এমবাপ্পেকে নিয়ে। মেসি পিএসজিতে যাওয়ায় ফরাসি ফরোয়ার্ড নাকি পার্ক ডু প্রিন্সেস ছাড়তে চাইছেন। রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে দুই দফা প্রস্তাব পাঠিয়েছে। বিশ্বকাপ জয়ী তারকার ভবিষ্যৎ প্রশ্নে কিছুটা যেন বিরক্তই হলেন পিএসজি প্রধান, (এমবাপ্পের) অবস্থান নিয়ে আমরা সবসময়ই পরিষ্কার। আমরা একই কথা বারবার বলব না।
জামান / জামান
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের
বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন
বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা