ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মেসি-নেইমারের সঙ্গে জুটি গড়া হচ্ছে না রোনালদোর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ২:৩৪

রোনালদো জুভেন্টাস ছাড়তে চান- খবরটা পুরনো। কিন্তু যাবেন কোথায়? গুঞ্জন ওঠে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে দলে ভিড়াতে আগ্রহী প্যারিস সেন্ত জার্মেই। সেই গুঞ্জনের পালে হাওয়া জোরে লাগে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দিসকে প্যারিসে দেখতে পাওয়ায়। অমনি দুয়ে দুয়ে চার মিলিয়ে রোনালদোর পিএসজি-যাত্রার খবরে তোলপাড় ইউরোপিয়ান মিডিয়া। যদিও সব আলোচনায় জল ঢেলে দিয়েছেন ফরাসি ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি।

পিএসজি প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনালদোর জন্য তাদের দরজা বন্ধ। লিওনেল মেসির সঙ্গে রোনালদোর জুটি গড়ায় যে আলোচনা চলছিল, তা উড়িয়ে দিয়ে বর্তমান স্কোয়াডেই আস্থা রাখছেন তিনি। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কেও জানিয়েছেন খেলাইফি।

ফুটবল বিশ্বকে অবাক করে গ্রীষ্মের দলবদলে মেসিকে দলে নিয়েছে পিএসজি। রোনালদো তুরিন ছাড়তে চাওয়ায় সময়ের দুই সেরা খেলোয়াড়ের একই জার্সিতে মাঠ মাতানোর সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে, রোনালদোর এজেন্ট প্যারিসে যাওয়ায় গুঞ্জনের ভিত শক্ত হয়। যদিও চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে পিএসজি প্রধান জানিয়েছেন, রোনালদোর সঙ্গে কোনও আলোচনা হচ্ছে না তাদের।

খেলাইফি বলেছেন, রোনালদো? আমরা তার সঙ্গে (চুক্তির বিষয়ে) কোনও কথা বলছি না। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষার সামনে পিএসজি। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ এই ক্লাবটিকে ঘিরেও চলছে গুঞ্জন- রোনালদো নাকি যাচ্ছেন ম্যানসিটিতে।

এই গ্রুপে বাকি দুই দল আরবি লাইপজিগ ও ক্লাব ব্রুজ। ড্র প্রসঙ্গে খেলাইফি বলেছেন, চ্যাম্পিয়নস লিগের ড্র, এটা সবসময় উচ্চ পর্যায়ের ও সেরা প্রতিযোগিতা। ম্যানচেস্টার সিটি? তারা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। শীর্ষ দল। তবে আমরা এই ম্যাচের জন্য প্রস্তুত।

দলবদলের বাজারে এখন সবচেয়ে বেশি আলোচনা এমবাপ্পেকে নিয়ে। মেসি পিএসজিতে যাওয়ায় ফরাসি ফরোয়ার্ড নাকি পার্ক ডু প্রিন্সেস ছাড়তে চাইছেন। রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে দুই দফা প্রস্তাব পাঠিয়েছে। বিশ্বকাপ জয়ী তারকার ভবিষ্যৎ প্রশ্নে কিছুটা যেন বিরক্তই হলেন পিএসজি প্রধান, (এমবাপ্পের) অবস্থান নিয়ে আমরা সবসময়ই পরিষ্কার। আমরা একই কথা বারবার বলব না।

জামান / জামান

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা