খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের দুর্নীতি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান
খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ সাবেক সভাপতির দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, শিক্ষক-কর্মচারীদের হয়রানি ও বর্তমান শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং মিছিলসহকারে বের হয়ে খুলনা জেলা প্রশাসক বরাবর বিকেল ৪টার দিকে স্মারকলিপি প্রদাণ করেন। স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর প্রদান করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত সরকার কর্তৃক মনোনীত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আলী আকবর টিপুর ছত্রছায়ায় প্রধান শিক্ষক মো. বাদশা খান পাঁচ বছর এবং মো. গাউস উদ্দিন শিকদার ১৫ বছর পূর্বে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে যোগদান করেন। তাদের একচ্ছত্র ক্ষমতার দাপটে সাধারণ শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা তাদের মতামত প্রকাশের সুযোগ পায়নি। এমনকি অন্যায়ের সামান্যতম প্রতিবাদ করলে গুম, চাকরিচ্যুতিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাব্যবস্থাকে এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছেন। চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত ও পারিবারিক কাজ করাতে বাধ্য করতেন তারা। অপারগতা প্রকাশ করলে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হতো। একে অন্যের সহযোগিতায় প্রতিষ্ঠানের আয়ের বিভিন্ন খাত হতে প্রাপ্ত অর্থ ফান্ডে জমা না করে আত্মসাৎ করেন।
তথ্য সূত্রে দেখা যায়, ১৪/০৮/২০২৪ থেকে ১৮/০৮/২০২৪ পর্যন্ত বিভিন্ন চেকের মাধ্যমে প্রতিষ্ঠানের জেনারেল ফান্ড থেকে ৩,৩৬,৩০৪/= উত্তলন করে আত্মসাৎ করা হয়েছে। অন্য একটি তথ্যে দেখা যায়, ২৩/০৭/২০২৪ ইং তারিখে অগ্রণী ব্যাংক, মেডিকেল কলেজ শাখা, খুলনা (হিসাব নংঃ ০২০০০০৪৫০২৭৭) হতে ০৪৯৭৭১৫ নং চেকের মাধ্যমে ৭২,০০০ (বাহাত্তর হাজার) টাকা উত্তোলন করা হয় কিন্তু ফান্ডে জমা করা হয় মাত্র ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা। বাকি ৩২,০০০ (বত্রিশ হাজার) টাকা ফান্ডে জমা করেনি সংশ্লিষ্টরা। বেঞ্চ তৈরি করার জন্য ৫০ হাজার টাকা ফান্ড থেকে উত্তোলন করা হলেও বেঞ্চ তৈরি হয়নি এবং বিভিন্ন ভাউচারের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেন।
সরকারি বিধিমালা অনুযায়ী গভর্নিং বডির দাতা সদস্য হতে হলে প্রতি মেয়াদের জন্য ২,০০,০০০ (দুই লাখ) টাকা ফান্ডে জমা দিতে হয়। কিন্তু ২০২২ সালে গঠিত গভর্নিং বডির দাতা সদস্য পদে সারফুজ্জামান টফিকে অন্তর্ভুক্ত করা হলেও তার কাছ থেকে প্রাপ্ত অর্থ ফান্ডে জমা করা হয়নি। প্রতি বছর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের অর্থ ব্যয়ে ডায়েরি তৈরি করা হয়। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি ডায়েরি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা আদায় করলেও আদায়কৃত অর্থ ফান্ডে জমা করা হয়নি।
সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের অতিরিক্ত ক্লাস (কোচিং) থেকে প্রাপ্ত আয়ের ১০% টাকা ফান্ডে জমা করার নির্দেশ রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক আয়ের ২০%- ৩০% টাকা গ্রহণ করলেও তা ফান্ডে জমা করা হয়নি। প্রতিষ্ঠানের মাঠ ও হলরুম ভাড়া বাবদ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আয়কৃত অর্থ ফান্ডে জমা করা হয়নি। প্রতি বছর পরীক্ষার খাতা বিক্রি করে প্রাপ্ত অর্থ ফান্ডে জমা করা হয়নি। বিভিন্ন সালে গভর্নিং বডি গঠনে কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। নির্বাচনে মনোনয়নপত্র বিক্রয়কৃত অর্থ ফান্ডে জমা করা হয়নি। কিন্তু ফান্ড থেকে ব্যয় দেখানো হয়েছে। অগ্রহণযোগ্য বিভিন্ন খাতে ব্যয় এবং অপ্রাসাংঙ্গিক ক্রয়মূল্যে বিভিন্ন জিনিস ক্রয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, সরকার কর্তৃক প্রদত্ত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের জেনারেল ফান্ড হতে প্রতি মাসে বেতন বাবদ প্রধান শিক্ষক ২৮ হাজার ৪০০ টাকা, সহকারী প্রধান শিক্ষক ১২ হাজার টাকা গ্রহণ করেন। কয়েকজন জুনিয়র শিক্ষক ও অফিস সহকারীর বেতন ধার্য করা হয় ৫০০০-৬০০০ টাকা। অথচ অন্য সিনিয়র শিক্ষকদের বেতন ৩০০০ থেকে ৩৫০০ টাকা, যা শিক্ষকদের মধ্যে বেতনবৈষম্য তৈরি করে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থানরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছ থেকে বিদ্যুৎ বিল বাবদ ২০২০ সাল থেকে এ যাবত লক্ষাধিক টাকা গ্রহণ করা হলেও তা ফান্ডে জমা করা হয়নি। এমনকি ২০১৮ সাল হতে শিক্ষার্থী ভর্তি ফরম বিক্রি ও এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র বাবদ গৃহীত অর্থ ফান্ডে জমা করা হয়নি।
এমএসএম / জামান
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার