অভয়নগরে ঘাটশ্রমিক মতিয়ার হত্যা মামলায় গ্রেপ্তার ২

যশোরের অভয়নগরে ঘাটশ্রমিক মতিয়ার রহমান বিশ্বাস ওরফে মতি বিশ্বাস (৪৬) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মশরহাটী গ্রাম ও নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকারা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- মশরহাটী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন আল আজাদ (৪০) এবং বুইকারা গ্রামের গরুহাটা এলাকার মৃত শাহাদৎ শিকদারের ছেলে মোয়াজ্জেম শিকদার (২৬)। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে প্রেস নোট দিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম।
এ ব্যাপারে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাত ৯টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভৈরব সেতুর পশ্চিম পাশে চটপটির দোকান থেকে আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার বুইকারা গ্রামে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন মাছের আড়তের সামনের রাস্তা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি মোয়াজ্জেম শিকদারকেও গ্রেপ্তার করা হয়। আটক দুজন মতিয়ার রহমান বিশ্বাস হত্যা মামলার এজাহারনামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করাসহ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে দুই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন মতিয়ার রহমান বিশ্বাস। এ সময় হামলাকারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং তার দুই বন্ধু আব্দুল হালিম ও মনিরুল ইসলাম লিটনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার এক দিন পর নিহতের স্ত্রী রাবেয়া খাতুন মিম বাদী হয়ে মশরহাটী গ্রামের শেখপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে তুহিনের (৩৫) নেতৃত্বে ২০-২৫ জন দুষ্কৃতকারীর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০)।
এমএসএম / জামান

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
