ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জানমালের নিরাপত্তা চেয়ে সিলেটে সুহেনা চৌধুরীর সংবাদ সম্মেলন


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৫:২৩

নিজ বসতঘরসহ জানমালের নিরাপত্তা চেয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর আহমদাবাদ গ্রামের লন্ডন প্রবাসী মৃত শাহনেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা আক্তার চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সিলেট সিটি প্রেসক্লাবে আয়োজতি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুহেনা আক্তার চৌধুরীর দেবরপুত্র মো. খলিল মিয়া চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামীর দূর সম্পর্কের চাচাতো ভাই আফাজ চৌধুরী, এনামুল হক ও ইউসুফ মিয়ারা স্থানীয়ভাবে খারাপ লোক। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা-মোকদ্দমা রয়েছে। আফাজ চৌধুরী একটি চাঁদাবাজি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তার নিজস্ব একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল রয়েছে এলাকায়। এরা সমাজের চিহ্নিত খারাপ লোক হওয়ায় তাদের অপরাধমূলক কাজের প্রতিবাদ করার সাহস পায় না স্থানীয় লোকজন। আমার পরিবারের সবাই প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা। আমাদের সহায়-সম্পত্তি দেখাশোনার জন্য একমাত্র আমি দেশে অবস্থান করছি। কিন্তু আফাজ চৌধুরীসহ তার সহযোগীরা বারবার আমার ওপর হামলা, আমার বসতবাড়ি জবরদখলসহ আমার বিরুদ্ধে নানা ধরনের অপবাধ দিয়ে সমাজে হেয় করার চেষ্টা করে যাচ্ছে।

গত ২ সেপ্টম্বর বিকেল ৩টার দিকে আমি আমার নিজ বাড়িতে ঘরে অবস্থান করছিলাম। সে সময় একই গ্রামের আফাজ চৌধুরী, এনামুল হক ও ইউসুফ মিয়ার বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আমাকে গালাগালিসহ নানারকম হুমকি দিতে থাকে। এমনকি তারা আমার ওপর হামলার চেষ্টা করে। সে সময় প্রতিবেশীরা এগিয়ে এলে আমি প্রাণে রক্ষা পাই এবং উল্লিখিত সন্ত্রাসীরা চলে যায়। পরদিন ৩ সেপ্টম্বর সকাল ৬টার দিকে উল্লিখিত সন্ত্রাসীসহ শতাধিত অজ্ঞাতনামা সন্ত্রাসী আবারো আমার বসতবাড়িতে এসে আগের দিনের মতো ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সে সময় তাদের কাছে দেশীয় রকম অস্ত্র দা, রামদা, লোহার রড ছিল। আমি তাদের কথামতো চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে উল্লিখিত ব্যক্তিরাসহ তাদের সাথে থাকা অপর সন্ত্রাসীরা এক্সেভেটর দিয়ে আমার বসতঘর ভাঙতে থাকে এবং আমাকে হত্যার চেষ্টার করে। এ সময় আফাহ চৌধুরীর সহযোগী এনামুল হক, রাজিব চৌধুরী ও ইউসুফ মিয়া আমার শরীরের কাপড়ে ধরে টানা-হেঁচড়া করে কিল-ঘুষিসহ দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা দিতে চাপ দেয়।

তাদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় উল্লিখিতসহ অজ্ঞাত ব্যক্তিরা আমার বসতঘরে অনধিকার প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায় এবং এক্সেভেটর দিয়ে আমার পাকা বসতঘর ভেঙে ফেলে। আমাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও খুন করার হুমকি দেয়। জনসম্মুখেই জোরপূর্বক চাঁদাবাজ-সন্ত্রাসীরা আমার বসতঘর ভেঙে ফেলে। এতে আমার স্বামীর বাপ-চাচার স্মৃতিচিহ্ন পুরাতন বসতঘর ও তাদের ভাইদের প্রবাসী আয়ের কষ্টার্জিত টাকার তৈরি দালানঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। আমার সাথে থাকা চাচাতো দেবরপুত্র খলিল মিয়া চৌধুরী উক্ত কর্মকাণ্ডসহ ঘর ভাঙার কিছু অংশ মোবাইল ফোনে ভিডিওধারণ করেন, যা প্রমাণ হিসেবে আমি আপনাদের কাছে ও স্থানীয় প্রশাসনের কাছে সরবরাহ করেছি। আমি সদ্য বিধবা একজন অসহায় মহিলা। আমার ৩ সন্তান এবং আমার প্রয়াত স্বামীর ভাইয়েরা ও তাদের পরিবার সবাই যুক্তরাজ্য প্রবাসী। তাই স্বামীর ও উনার ভাইদের সহায়-সম্পত্তি দেখাশোনা-রক্ষণাবেক্ষণ করতে আমি একা দেশে অবস্থান করছি।

সন্ত্রাসীরা আমাদের গ্রামের এবং স্বগোত্রীয় ও অত্যন্ত উগ্র, দাঙ্গাবাজ, চাঁদাবাজ, পরধন গোষ্ঠী, লুটেরা, খুনি ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় গ্রামের লোকজন সাহস করে এগিয়ে আসছেন না। আমার বসতঘর ও ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া ও ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার, ব্যবহৃত জিনিসপত্র লুটপাটের আগে-পরে আত্মীয় শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করি। জগন্নাথপুর থানার মামলা নং-০২/২০২৪ ইং। উক্ত মামলা করার কারণে চাঁদাবাজ-সন্ত্রাসীদের হুমকিতে আমি এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি। রবিবার (২২ সেপ্টেম্বর) এলাকাবাসী আমার সহমর্মী হয়ে স্থানীয় এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) আপনাদের সম্মুখে আমার জানমাল রক্ষার জন্য প্রশাসনের কাছে দাবি জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছি।

এসময় সুহেনা আক্তার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভিডিওসহ মামলাসংক্রান্ত প্রমাণাদি উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্তিত ছিলেন- সুহেনা আক্তার চৌধুরী আত্মীয় মৃত সাজিদ মিয়ার ছেলে রিজু মিয়া, ইয়াওর মিয়ার ছেলে লুবন মিয়া, সুনু মিয়া চৌধুরীর ছেলে ছাত্তির মিয়া, ইয়াওর মিয়ার ছেলে নাইম মিয়া, মোহাম্মদ আলীর ছেলে তামিম আহমদ প্রমুখ।

T.A.S / জামান

মোজো সরবরাহ কর্মীকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পরলো আর রহমান ফার্মাসীর ৩ কর্মচারী

তারেকউজ্জামান খানের স্বপ্নের উত্তরা পাবলিক লাইব্রেরি

মানবপাচার চক্রের ৫ জনকে গ্রেপ্তার, তদবির বানিজ্যে এএসআই কাইয়ুম

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু, নতুন দিগন্তে পর্যটন শিল্প

খুনের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ঢাকা জেলা

পিসি সাহাব উদ্দীনের নেতৃত্বে, দালালমুক্ত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না: মোস্তফা জামান

বিমানবন্দরের কাওলা এলাবাসীর মাঝে উপহার সামগ্রী বিতরণ

যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার আলেম সমাজ নিরাপদে ছিল: মোস্তফা জামান

উত্তরায় শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন

‎আবাসিক ভবনে চলছে বাণিজ্যিক কার্যক্রম : নকশাবিহীন ভবনের বিরুদ্ধে রাজউকের নীরবতা

ভারপ্রাপ্ত আহবায়ক থেকে আহবায়ক পদে মনোনীত হলেন দক্ষিণখানের হেলাল তালুকদার

বজ্রসহ মুষলধারার বৃষ্টিপাতে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন