গুরুদাসপুরের আলপনা ক্লিনিকে ভুল রক্ত প্রয়োগে ৯ মাসের গর্ভের শিশুর মৃত্যু

সাথী খাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বার শরীরে ভুল রক্ত প্রয়োগ করায় গর্ভের ৮ মাস ২১ দিন বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গর্ভের মৃত শিশুকে বের করা হলেও প্রাণ সংশয়ে পড়েছেন ওই নারী। গুরুদাসপুরের একটি বেসরকারি ক্লিনিকে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাথী খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মৃত শিশুর ছোট্ট দেহখানা ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালেই নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সাথী খাতুন গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি গ্রামের আব্দুস সালাম মণ্ডলের মেয়ে।
হাসপাতালের বেডে শুয়ে সাথী খাতুন বলেন, আলপনা ক্লিনিকে রক্ত গ্রহণের পরপরই তিনি নিস্তেজ হয়ে পড়েন। দুই বছরের সংসারে এটিই ছিল তার প্রথম সন্তান। অথচ ভুল রক্ত প্রয়োগে তার গর্ভের সন্তানটি হত্যা করা হয়েছে। তিনি এর সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি করেছেন।
ওই নারীর স্বামী খায়রুল ইসলাম বলেন, রক্তশূন্যতা দেখা দেয়ায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারস্ত আলপনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভর্তি করেছিলেন গত রোববার (২২ সেপ্টম্বর) সকালে। সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করে ‘এ পজিটিভ’ বলা হয়। তাৎক্ষণিক ‘এ পজিটিভ’ গ্রুপের এক ব্যাগ রক্ত সাথীর শরীরে প্রয়োগ করে ক্লিনিক কর্তৃপক্ষ। রক্ত প্রবেশের পরপরই শ্বাসকষ্ট এবং শরীরজুড়ে লাল চাকার মতো হয়ে যায়। একপর্যায়ে বন্ধ হয়ে যায় গর্ভের শিশুর নড়াচড়া। পরিস্থিতি খারাপ হলে সোমবার দুপুরে স্ত্রী সাথী খাতুনকে গুরুদাসপুর পৌর সদরের হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানতে পারেন স্ত্রীর শরীরে ভুল রক্ত প্রয়োগ করায় গর্ভের সন্তান মারা গেছে।
হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম সাগর বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় ওই নারীকে তার ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পূণরায় রক্তের গ্রুপ নির্ণয় করে দেখা যায়- অন্তসত্তা নারীর রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’। অন্য ক্লিনিক থেকে ভুল রক্ত প্রয়োগ করায় সাথীর শরীরে নানা ধরণের পার্শপ্রতিক্রিয়া শুরু হয়। একপর্যায়ে তারা সোমবার রাত ৯টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গর্ভের মৃত শিশুটি বের করেন। তবে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে সাথী খাতুনকে রাজশাহী মেডিকেলে পাঠিয়েছেন তারা।
ওই নারীর স্বামী খায়রুল ইসলাম আরো বলেন, মৃত সন্তানকে নিয়ে তিনি সোমবার রাতেই থানায় হাজির হন। পুলিশের পরামর্শে থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। এখন শিশুটিকে মর্গে রেখে স্ত্রীকে নিয়ে হাসপাতালে তিনি। এই ঘটনায় খায়রুল আলপনা ক্লিনিক কর্তৃপক্ষের বিচার দাবি করেন।
চিকিৎসক চৈতি মুন্সি বলেন, কোনো ব্যক্তির শরীরে ভুল রক্ত প্রয়োগ করলে হার্ট এ্যাটাক, এলার্জি, জ¦র-ব্যাথা, শ্বাসকষ্টসহ নানা ধরণের পার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যা চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী নিশ্চিত মৃত্যু। মঙ্গলবার দুপুরে আলপনা ক্লিনিকে গিয়ে নির্ভরযোগ্য কাউকে পাওয়া যায় নি। ক্লিনিক কর্তৃপক্ষ মোবাইল ফোন না ধরায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, নানা অব্যবস্থাপনার কারণে ২০২২ সালে আলপনা ক্লিনিকটি সিলগালা করা হয়েছিল। ওই ক্লিনিকে অন্তসত্তা নারীর শরীরে ভুল রক্ত প্রয়োগ করা দুঃখজনক। দ্রুতই ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সকালে শিশুর দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পিতা একটি লিখিত অভিযোগও দিয়েছেন। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / জামান

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
