ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

পাহাড়তলী রেলওয়ে হাইস্কুল

হাছান মাহমুদের নির্দেশে জুনিয়রকে প্রধান শিক্ষক করা নিয়ে অসন্তোষ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১১:৫৭

জ্যেষ্ঠতা তালিকা থেকে আদালতের আদেশে বাদ পড়ে কয়েকজন শিক্ষকের নাম। ওই শিক্ষকদের মধ্যে একজনকে চট্টগ্রামের পাহাড়তলীস্থ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে করা হয় প্রধান শিক্ষক। অভিযোগ উঠেছে, আদালতের আদেশকে তোয়াক্কা না করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে তাকে ওই পদে বসানো হয়। এরপর থেকেই সারাদেশে রেলওয়ের ১০টি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
 
জানা গেছে, ২০১৫ সালের ১৫ নভেম্বর সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জুনিয়র শিক্ষকদের নিয়মবহির্ভূতভাবে জ্যেষ্ঠতা দিয়ে তালিকা তৈরি করে। সংক্ষুব্ধ একজন শিক্ষক এ তালিকা বাতিলের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩-এ মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৯ জুলাই আদালত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকদের সম্মিলিত জ্যেষ্ঠতা তালিকা অবৈধ ও বেআইনি উল্লেখ করে তালিকাটি বাতিল করে। আদালতের রায় অমান্য করে পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে সুনীল চন্দ্র শীলকে বিশেষ মহলের চাপে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে দেয়া হয়। তিনি মাতৃভাষা শিক্ষক হিসেবে নিয়মবহির্ভূতভাবে ২০২০ সালে স্কুলটিতে সহকারী শিক্ষক পদে পদোন্নতিপ্রাপ্ত হন।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত মাতৃভাষা শিক্ষক রেলওয়ে উচ্চ বিদ্যালয়গুলোতে প্রাথমিক শাখার জন্য নিয়োগকৃত পদ, যার বেতন স্কেল ১৫তম গ্রেড। বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিধি-১৯৮৫ অনুয়ায়ী মাতৃভাষা শিক্ষকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষকদের দশম গ্রেড শূন্যপদে পদোন্নতির বিধান রয়েছে। অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জ্যেষ্ঠতা নীতিমালায় শুধুমাত্র বিএড ডিগ্রিহীন ১১তম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষকরা (বিএড) ডিগ্রি অর্জনের পর দশম গ্রেড পাওয়ার এবং বিএড ডিগ্রি অর্জনের তারিখ ভিত্তি করে জ্যেষ্ঠতা নির্ধারণ নীতিমালা রয়েছে।

অভিযোগ উঠেছে, সরকারি দুটি বিভাগের নীতিমালা লঙ্ঘন করে আদালতে বাতিল হয়ে যাওয়া জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন কমিটির আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন প্রধান সংস্থাপন  কর্মকর্তা অজয় কুমার পোদ্দার সুনীল চন্দ্র শীলের মাধ্যমে মোটা অংকের ঘুষ নেন। তিনি গোঁজামিল তথ্য দিয়ে দিয়ে জ্যেষ্ঠতার তালিকা তৈরি ও অনুমোদন করে। জ্যেষ্ঠতার তালিকা আদালতে বাতিল হওয়ার পরও ২০২১ সালে অজয় কুমার পোদ্দারের সহযোগী সুনীল চন্দ্র শীল মোটা অংকের ঘুষের মাধ্যমে পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে গত ২ জুন অবসরে যান।

সুনীল চন্দ্র শীল প্রধান ষিক্ষক হওয়ার পর বাতিলকৃত জ্যেষ্ঠতায় রেবেকা সুলতানা ২০০৫ সালে ক্ল্যাসিক্যাল টিচার (১৩তম) গ্রেডে যোগদান করেন। একই সময় সহকারী শিক্ষক (দশম গ্রেড)-এ নিয়োগ হলেও তিনি ওই পদে আবেদন করেন। ক্ল্যাসিক্যাল টিচার পদের আবেদনে তিনি বিএড ডিগ্রি উল্লেখ করেন নি। অথচ ২০১৩ সালে বিএড ডিগ্রি অর্জন করেছেন বলে বেআইনিভাবে সহকারী শিক্ষক পদে নিয়োগের তারিখ ২০০৫ সাল থেকে বেতন-ভাতাদি গ্রহণ করেন।

একই ভাবে আদালতে বাতিল হওয়া তালিকা অনুয়ায়ী ২০২১ সালে রেলওয়ে কর্তৃপক্ষকে তৎকালীন মন্ত্রী ড. হাসান মাহমুদ চাপ দেন পাহাড়তলী সরকারি উচ্চ বিদ্যালয়ের কনিষ্ঠ সহকারী শিক্ষক রেবেকা সুলতানাকে সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদে চলতি দায়িত্বের জন্য। পরে ডিজির দপ্তর তাকে ওই পদে পদায়ন করে।

অভিযোগ উঠেছে, নতুন জ্যেষ্ঠতার তালিকা তৈরি করার কাজ চলমান অবস্থায় এবং উক্ত তালিকায় রেবেকা সুলতানার জ্যেষ্ঠতা অনেক পেছনে থাকার সম্ভাবনা এবং জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে, বিধায় রেল কর্তৃপক্ষ রেবেকা সুলতানাকে সহকারী প্রধান শিক্ষিকার দায়িত্ব প্রদানে অনিচ্ছুক ছিল। কিন্তু আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাছান মাহমুদের চাপে তাকে পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে বাধ্য হয়।

একই ভাবে গত জুন মাসে ওই বিদালয়ের প্রধান শিক্ষক অবসরোত্তর ছুটিতে গেলে জ্যেষ্ঠতার তালিকায় অনুমোদন চূড়ান্ত পর্যায়ে থাকায় রেবেকা সুলতানাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার কোনো সুযোগ না থাকা সত্ত্বেও ড. হাছান মাহমুদের নির্দেশে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার প্রথমে শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা চূড়ান্ত অনুমোদন পর্যন্ত শর্ত দিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের দণ্ডাদেশ জারি করেন। কিন্তু উক্ত দণ্ডাদেশে রেবেকা সুলতানা সন্তোষ না হওয়ায় পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার উক্ত শর্ত বাদ দিয়ে পুনরায় দণ্ডাদেশ জারি করেন।

রেবেকা সুলতানা শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা তার অনুসারী ও সুবিধাভোগী কিছু শিক্ষকদের দিয়ে বারবার আপত্তি দিয়ে অনুমোদন প্রক্রিয়ায় বাধা দেয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তথ্য গোপন ও নিয়মবহির্ভূতভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করে ক্ল্যাসিক্যাল টিচার হতে সহকারী শিক্ষক পদে পদোন্নতি এবং ক্ল্যাসিক্যাল টিচার পদে যোগদানের তারিখ হতে আর্থিক সুবিধা গ্রহণ করার অভিযোগ রয়েছে। রেবেকা সুলতানার গ্রামের বাড়ি ড. হাছান মাহমুদের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায়। হাছান মাহমুদের আমেরিকার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রেবেকা সুলতানার ভাই দেখাশোনা করেন বলে জানা গেছে।

এমএসএম / জামান

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত