ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বৃহত্তর চাক্তাই এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যবসা জমজমাট


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৬:৪

চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর চাক্তাই এলাকায় নিষিদ্ধ পলিথিনের জমজমাট ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের অসাধু একটি চক্রকে মাসোয়ারা দিয়ে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় মোবাইল কোর্টের লোক দেখানো অভিযান পরিচালনা করা হলেও মূল ব্যবসায়ীরা বারবার পর্দার আড়ালে থেকে যাচ্ছে বলে এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা অভিযোগ করেছেন।  

অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী রাজনীতি এবং চাক্তাই ব্যবসায়ী সমিতির অসাধু কিছু নেতা নিষিদ্ধ পলিথিন ব্যবসা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে। অবৈধ পলিথিন ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিগত সময়ে একাধিকবার চাক্তাই এলাকায় সংঘাত, সংঘর্ষ ও মামলা হামলার ঘটনাও ঘটেছে। অবৈধ পলিথিন ব্যবসা নিয়ন্ত্রণ নিযে বড় ধরনের সংঘাত ও সংঘর্ষের পর প্রশাসন একটু তৎপর হলেও কিছুদিন পর আবার নীরব হয়ে যায। অবৈধ পলিথিন ব্যবসার নিয়ন্ত্রণ ও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। বৃহত্তর চাক্তাই এলাকায় অবৈধ পলিথিন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন সূত্রে জানা গেছে, তারা হলেন- চাক্তাই প্রথম পুলের দিদার, মিজান, আলমগীর, মকবুল সওদাগর রোড়ের মোরশেদুল রশিদ, ওসমানি গলি ও অলি মিয়া গলিতে দেলোয়ার, লোকমান।

শেখ  মোশাররফ  হোসেন  রোড়ে টিপু, চাক্তাই ভাঙ্গাপুলে আবদুর নুর, ড্রাম পাট্টির মুখ সালেহ আহমদ সওগার মার্কেট সালা উদ্দীনসহ বিশাল একটি সিন্ডিকেট গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে। চাক্তাই পুলিশ ফাড়িঁর চারপাশে, মদিনা মার্কেটে প্রতিদিন বিপুল পরিমান অবৈধ পলিথিন পাইকারি বেচাবিক্রি ও রাতে কাভার্ডভ্যান লোড আনলোড হয়ে চাক্তাই সিকিউরিটি গার্ডের প্রধান মহসিন ও চাক্তাই ব্যবসায়ী সমিতির কেরানী ইউসুছ তত্বাবধানে আর সবকিছুর আন্ডারগ্রাউন্ডে থেকে নিয়ন্ত্রণ করে থাকলেও বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ চৌধুরী বাহাদুর।

এ বিষয়ে চাক্তাই ব্রোকার ধান, চাল, গম এসোসিয়েশন লিমিটেড সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে একটি সিন্ডিকেট নিষিদ্ধ পলিথিনসহ  অবৈধভাবে বিভিন্ন নিষিদ্ধ পণ্যর ব্যবসা করেছে, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার সাথে সাথে বিভিন্ন অপকর্মে জড়িতরা আত্মগোপনে চলে যান,তারা চলে গেলেও তাদেও অবৈধ ব্যবসা চলমান, তারা দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল, প্রকৃত ব্যবসায়ীদের দাবি কোন চাঁদাবাজ ধান্ধাবাজরা যেন আর চাক্তাই খাতুনগঞ্চ এলাকায় স্থান না হয়। এখন চাঁদাবাজদের প্রতিরোধে চাক্তাই খাতুনগঞ্জে প্রশাসন ও ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধে প্রস্তুত বলে তিনি জানান।

চাক্তাই খাতুন গঞ্জের পলিথিন সিন্ডিকেটটি এত বেশি প্রভাবশালী প্রশাসনিকভাবে বাকলিয়া সার্কেল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব হওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে উক্ত এলাকাটি বাকলিা সার্কেলকে দায়িত্ব দেয়া হয়নি বলে বিষয়টি স্বীকার করেছে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশরার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম। উক্ত এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছে তিনি বিষয়টি ঠিক বলতে পারবে না বলে জানান। 

এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দীন বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা না হলে পুলিশের কিছু করার থাকে না। আমি এলাকায় অবৈধ পলিথিন ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত একটি অভিযান করার চেষ্ঠা করবেন বলে তিনি জানান।

T.A.S / জামান

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক  হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

বগুড়ায় বিষপানে স্ত্রীর আত্মহত্যা: স্বামীসহ পরিবারের সবাই পলাতক

৮ দফা দাবীতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন