ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বৃহত্তর চাক্তাই এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যবসা জমজমাট


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৬:৪

চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর চাক্তাই এলাকায় নিষিদ্ধ পলিথিনের জমজমাট ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের অসাধু একটি চক্রকে মাসোয়ারা দিয়ে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় মোবাইল কোর্টের লোক দেখানো অভিযান পরিচালনা করা হলেও মূল ব্যবসায়ীরা বারবার পর্দার আড়ালে থেকে যাচ্ছে বলে এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা অভিযোগ করেছেন।  

অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী রাজনীতি এবং চাক্তাই ব্যবসায়ী সমিতির অসাধু কিছু নেতা নিষিদ্ধ পলিথিন ব্যবসা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে। অবৈধ পলিথিন ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিগত সময়ে একাধিকবার চাক্তাই এলাকায় সংঘাত, সংঘর্ষ ও মামলা হামলার ঘটনাও ঘটেছে। অবৈধ পলিথিন ব্যবসা নিয়ন্ত্রণ নিযে বড় ধরনের সংঘাত ও সংঘর্ষের পর প্রশাসন একটু তৎপর হলেও কিছুদিন পর আবার নীরব হয়ে যায। অবৈধ পলিথিন ব্যবসার নিয়ন্ত্রণ ও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। বৃহত্তর চাক্তাই এলাকায় অবৈধ পলিথিন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন সূত্রে জানা গেছে, তারা হলেন- চাক্তাই প্রথম পুলের দিদার, মিজান, আলমগীর, মকবুল সওদাগর রোড়ের মোরশেদুল রশিদ, ওসমানি গলি ও অলি মিয়া গলিতে দেলোয়ার, লোকমান।

শেখ  মোশাররফ  হোসেন  রোড়ে টিপু, চাক্তাই ভাঙ্গাপুলে আবদুর নুর, ড্রাম পাট্টির মুখ সালেহ আহমদ সওগার মার্কেট সালা উদ্দীনসহ বিশাল একটি সিন্ডিকেট গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে। চাক্তাই পুলিশ ফাড়িঁর চারপাশে, মদিনা মার্কেটে প্রতিদিন বিপুল পরিমান অবৈধ পলিথিন পাইকারি বেচাবিক্রি ও রাতে কাভার্ডভ্যান লোড আনলোড হয়ে চাক্তাই সিকিউরিটি গার্ডের প্রধান মহসিন ও চাক্তাই ব্যবসায়ী সমিতির কেরানী ইউসুছ তত্বাবধানে আর সবকিছুর আন্ডারগ্রাউন্ডে থেকে নিয়ন্ত্রণ করে থাকলেও বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ চৌধুরী বাহাদুর।

এ বিষয়ে চাক্তাই ব্রোকার ধান, চাল, গম এসোসিয়েশন লিমিটেড সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে একটি সিন্ডিকেট নিষিদ্ধ পলিথিনসহ  অবৈধভাবে বিভিন্ন নিষিদ্ধ পণ্যর ব্যবসা করেছে, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার সাথে সাথে বিভিন্ন অপকর্মে জড়িতরা আত্মগোপনে চলে যান,তারা চলে গেলেও তাদেও অবৈধ ব্যবসা চলমান, তারা দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল, প্রকৃত ব্যবসায়ীদের দাবি কোন চাঁদাবাজ ধান্ধাবাজরা যেন আর চাক্তাই খাতুনগঞ্চ এলাকায় স্থান না হয়। এখন চাঁদাবাজদের প্রতিরোধে চাক্তাই খাতুনগঞ্জে প্রশাসন ও ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধে প্রস্তুত বলে তিনি জানান।

চাক্তাই খাতুন গঞ্জের পলিথিন সিন্ডিকেটটি এত বেশি প্রভাবশালী প্রশাসনিকভাবে বাকলিয়া সার্কেল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব হওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে উক্ত এলাকাটি বাকলিা সার্কেলকে দায়িত্ব দেয়া হয়নি বলে বিষয়টি স্বীকার করেছে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশরার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম। উক্ত এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছে তিনি বিষয়টি ঠিক বলতে পারবে না বলে জানান। 

এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দীন বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা না হলে পুলিশের কিছু করার থাকে না। আমি এলাকায় অবৈধ পলিথিন ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত একটি অভিযান করার চেষ্ঠা করবেন বলে তিনি জানান।

T.A.S / জামান

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত