হুন্ডি ব্যবসায়ী মহাজন লাপাত্তা

হিরো নিলয় বাংলাদেশ লিমিটেড কোম্পানির হেড অফ প্লান্ট অপারেশনসের বিরুদ্ধে অর্থ পাচার, হুন্ডি ব্যবসা, মুসলমানদের চাকরিচ্যুতি, নারী কেলেঙ্কারীসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে খুলনা এবং যশোরের শ্রম আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। তার নাম বিজয় কুমার মহাজন। তবে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনি লাপাত্তা। তিনি ভারতের দিল্লির বাসিন্দা। চাকরির সুবাদে তিন বছরের জন্য বাংলাদেশে এসে জড়িয়ে পড়েন অবৈধ ব্যবসায়। হিরো নিলয় বাংলাদেশ লিমিটেড কোম্পানির সিএফও বিজয় কুমার মণ্ডলের সহায়তায় হুন্ডির ব্যবসা করতেন বিজয় কুমার মহাজন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, হিরো নিলয় বাংলাদেশ লিমিটেড কোম্পানির হেড অফ প্লান্ট অপারেশন্স পদে বিজয় কুমার মহাজন যোগ দেন ২০১৫ সালে। অস্থায়ী তিন বছরের চুক্তিতে যোগদান করলেও কোম্পানি চুক্তি নবায়ন করেছে ২০১৮ সালে এবং ২০২২ সালে। কিন্তু ২০২১ সালের পর থেকে ওয়ার্ক পারমিট না থাকায় তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসতেন। ভিসার মেয়াদ শেষ হলে দিল্লি গিয়ে ১০-১৫ দিন থেকে আবার ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসতেন। ব্যবসায়ী মহলের ভালো সম্পর্ক হওয়ার সুবাদে একপর্যায়ে বিজয় কুমার মহাজন হুন্ডি ব্যবসা শুরু করেন। তার বিভিন্ন এজেন্ট এবং লোকের মারফত হুন্ডি ব্যবসা করেছেন। এমনকি কর ফাঁকি দিতে তিনি হুন্ডিতে টাকা লেনদেন করতেন। স্যালারি কম দেখিয়ে ট্যাক্সও ফাঁকি দিয়েছেন। স্ক্রাপের মালামাল অবৈধভাবে বিক্রয় করেছেন অহরহ।
অন্য একটি অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামবিদ্বেষী লোক হওয়ায় বিজয় কুমার মহাজন মুসলমান কর্মকর্তা এবং কর্মচারীদের নামাজ পড়া এবং দাড়ি রাখাতে বাধা দিতেন। বেশ কয়েকজন তার মানষিক টর্চারের শিকার হয়ে চাকরিও ছেড়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিজয় কুমার মহাজন একজন পাওয়ারফুল ইন্ডিয়ান ছিলেন। বিভিন্ন মহলে তার ওঠা-বসা ছিল। ২০১৫ সালে তিনি বিজয় নিটল কোম্পানির মাধ্যমে বাংলাদেশে আসেন। তার চাকরির মেয়াদ বাড়িয়ে প্রায় ৯ বছর বাংলাদেশে থেকেছেন। কিন্তু তার অনিয়মের বিরুদ্ধে শ্রম আদালতে একজন কর্মচারী মামলাও করেছেন। তিনি হুন্ডি ব্যবসাসহ অনেক আর্থিক অনিয়মের সাথে জড়িত থাকলেও কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেননি। ম্যানেজমেন্ট তার প্রতি সব সময় দুর্বল ছিল। এমনকি ২০২০ সালে তার নারীঘটিত একটি বিষয় ধামাচাপা দিতে কোম্পানি অন্য একজনকে চাকরিচ্যুত করে। এ নিয়ে যশোরের একটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। এদিকে, ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় কুমার মহাজন বাংলাদেশে আর ফেরেননি বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক কর্মকর্তা জানান, মহাজন ও কোম্পানির সিএফও বিজয় কুমার মণ্ডল টাকা পাচারের সাথে জড়িত। বিভিন্ন ব্যবসায়িক পার্টির মাধ্যমে অর্থ পাচার করে অনেক টাকা রাজস্বের ক্ষতি করেছে। কোম্পানিতে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা শাহাদাত, ডাক্তার মশিউর, নাফিজের মাধ্যমে বিভিন্ন অবৈধ কাজ হতো মহাজন থাকাকালীন।
এ বিষয়ে হিরো নিলয় বাংলাদেশ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির নিটলের মুঠোফেনে কথা বলার জন্য কল করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
জামান / জামান

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি
