হুন্ডি ব্যবসায়ী মহাজন লাপাত্তা
হিরো নিলয় বাংলাদেশ লিমিটেড কোম্পানির হেড অফ প্লান্ট অপারেশনসের বিরুদ্ধে অর্থ পাচার, হুন্ডি ব্যবসা, মুসলমানদের চাকরিচ্যুতি, নারী কেলেঙ্কারীসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে খুলনা এবং যশোরের শ্রম আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। তার নাম বিজয় কুমার মহাজন। তবে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনি লাপাত্তা। তিনি ভারতের দিল্লির বাসিন্দা। চাকরির সুবাদে তিন বছরের জন্য বাংলাদেশে এসে জড়িয়ে পড়েন অবৈধ ব্যবসায়। হিরো নিলয় বাংলাদেশ লিমিটেড কোম্পানির সিএফও বিজয় কুমার মণ্ডলের সহায়তায় হুন্ডির ব্যবসা করতেন বিজয় কুমার মহাজন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, হিরো নিলয় বাংলাদেশ লিমিটেড কোম্পানির হেড অফ প্লান্ট অপারেশন্স পদে বিজয় কুমার মহাজন যোগ দেন ২০১৫ সালে। অস্থায়ী তিন বছরের চুক্তিতে যোগদান করলেও কোম্পানি চুক্তি নবায়ন করেছে ২০১৮ সালে এবং ২০২২ সালে। কিন্তু ২০২১ সালের পর থেকে ওয়ার্ক পারমিট না থাকায় তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসতেন। ভিসার মেয়াদ শেষ হলে দিল্লি গিয়ে ১০-১৫ দিন থেকে আবার ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসতেন। ব্যবসায়ী মহলের ভালো সম্পর্ক হওয়ার সুবাদে একপর্যায়ে বিজয় কুমার মহাজন হুন্ডি ব্যবসা শুরু করেন। তার বিভিন্ন এজেন্ট এবং লোকের মারফত হুন্ডি ব্যবসা করেছেন। এমনকি কর ফাঁকি দিতে তিনি হুন্ডিতে টাকা লেনদেন করতেন। স্যালারি কম দেখিয়ে ট্যাক্সও ফাঁকি দিয়েছেন। স্ক্রাপের মালামাল অবৈধভাবে বিক্রয় করেছেন অহরহ।
অন্য একটি অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামবিদ্বেষী লোক হওয়ায় বিজয় কুমার মহাজন মুসলমান কর্মকর্তা এবং কর্মচারীদের নামাজ পড়া এবং দাড়ি রাখাতে বাধা দিতেন। বেশ কয়েকজন তার মানষিক টর্চারের শিকার হয়ে চাকরিও ছেড়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিজয় কুমার মহাজন একজন পাওয়ারফুল ইন্ডিয়ান ছিলেন। বিভিন্ন মহলে তার ওঠা-বসা ছিল। ২০১৫ সালে তিনি বিজয় নিটল কোম্পানির মাধ্যমে বাংলাদেশে আসেন। তার চাকরির মেয়াদ বাড়িয়ে প্রায় ৯ বছর বাংলাদেশে থেকেছেন। কিন্তু তার অনিয়মের বিরুদ্ধে শ্রম আদালতে একজন কর্মচারী মামলাও করেছেন। তিনি হুন্ডি ব্যবসাসহ অনেক আর্থিক অনিয়মের সাথে জড়িত থাকলেও কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেননি। ম্যানেজমেন্ট তার প্রতি সব সময় দুর্বল ছিল। এমনকি ২০২০ সালে তার নারীঘটিত একটি বিষয় ধামাচাপা দিতে কোম্পানি অন্য একজনকে চাকরিচ্যুত করে। এ নিয়ে যশোরের একটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। এদিকে, ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় কুমার মহাজন বাংলাদেশে আর ফেরেননি বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক কর্মকর্তা জানান, মহাজন ও কোম্পানির সিএফও বিজয় কুমার মণ্ডল টাকা পাচারের সাথে জড়িত। বিভিন্ন ব্যবসায়িক পার্টির মাধ্যমে অর্থ পাচার করে অনেক টাকা রাজস্বের ক্ষতি করেছে। কোম্পানিতে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা শাহাদাত, ডাক্তার মশিউর, নাফিজের মাধ্যমে বিভিন্ন অবৈধ কাজ হতো মহাজন থাকাকালীন।
এ বিষয়ে হিরো নিলয় বাংলাদেশ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির নিটলের মুঠোফেনে কথা বলার জন্য কল করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
জামান / জামান
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার